সংবাদ শিরোনাম :
পূর্ব লন্ডনে তারাবির সময় মসজিদে গুলি

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:৫০:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ মে ২০১৯ ১৬৭ বার পড়া হয়েছে

প্রবাস ডেস্ক লন্ডন;
পূর্ব লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত এলাকা ইলফোর্ডের সেভেন কিংস মসজিদে তারাবির নামাজের সময় গুলির ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার রাত ১১টার (বাংলাদেশ সময় ভোর ৪টা) দিকে এ ঘটনা ঘটে।
লন্ডন মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র জানান, গুলাগুলির ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ধারণা করছে ঘটনাটির সঙ্গে জঙ্গি হামলার সম্পৃক্ততা নেই। এ ঘটনায় মসজিদটি বন্ধ এবং বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
ঘটনাটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।
লন্ডনের ক্রয়োডন এলাকার একটি মসজিদের মুসল্লি জাকারিয়া খান বলেন, হামলার ঘটনায় লন্ডনজুড়ে মুসলমানদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।