গৌরীপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
- আপডেট সময় : ০৩:৪১:৩১ অপরাহ্ন, রবিবার, ৯ ডিসেম্বর ২০১৮ ২০১ বার পড়া হয়েছে
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে রোববার (৯ ডিসেম্বর) ময়মনসিংহের গৌরীপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে র্যালি, মানববন্ধন, আলোচনা সভা ও গণস্বাক্ষর কর্মসূচী পালিত হয়েছে।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. মতিউর রহমানের সভাপতিত্বে ও সহ সভাপতি আজম জহিরুল ইসলামের সঞ্চালনায় এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার ফারহানা করিম, সহকারি কমিশনার (ভূমি) মুহাম্মদ আবুল মুনসুর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল আলম, স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মো. রবিউল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার মো. শফিকুল ইসলাম খান,
গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি বেগ ফারুক আহাম্মদ, সাধারণ সম্পাদক ফারুক আহাম্মদ, গৌরীপুর আর.কে সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লুৎফা খাতুন, গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এনামুল হক সরকার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আজিজুল হক ফজলু, সহ সভাপতি সাজেদা আক্তার, সদস্য মো. ইউসূফ আলী, আল ইমরান, রেখা সাহা প্রমুখ।