ভারতকে লণ্ডভণ্ড করে খুলনা হয়ে বাংলাদেশে আঘাত হানবে ‘ফণী’
- আপডেট সময় : ০১:১১:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ মে ২০১৯ ১৩৫ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক;
ভয়ানক শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ফণী’ বর্তমানে ভারতের বিশাখাপত্তম উপকূলের খুব কাছকাছি অবস্থান করছে। ভারতের অন্ধ্রপ্রদেশ, ওড়িশা ও পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলগুলোতে শুক্রবার সন্ধ্যা থেকে আঘাত হানবে বিধ্বংসী এই ঘূর্ণিঝড়টি।
আবওহাওয়াবিদদের মতে, শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত পশ্চিমবঙ্গের ১৫ জেলায় তাণ্ডব চালাতে পারে ফণী। এরপর দেশটির পুরিতে শুক্রবার বিকেলের দিকে আঘাত হানতে পারে ফণী। তারপর পরপরই বাংলাদেশে উপকূলবর্তী জেলাগুলোতে আঘাত হানবে এই ঝড়।
ভারতের আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার বিকেলের মধ্যে পশ্চিমবঙ্গে তাণ্ডব চালিয়ে বাংলাদেশে প্রবশে করবে ফণী। আঘাত হানার সময় সামুদ্রিক জলোচ্ছ্বাসসহ ১০০-১২০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার সম্মুখীন হবে বাংলাদেশ। শুক্রবার সন্ধ্যা ৬টা নাগাদ খুলনা অঞ্চল ও দক্ষিণ-পশ্চিমাঞ্চল ঘূর্ণিঝড়ের আওতায় এসে যাচ্ছে। সন্ধ্যা ৬টা থেকে সারারাত পুরো বাংলাদেশ ঘূর্ণিঝড়ের আওতায় থাকবে।