সাতক্ষীরায় ধর্ষণের অভিযোগে স্কুল ছাত্রীর মামলা
- আপডেট সময় : ০৫:০৯:১৮ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০১৯ ৮২ বার পড়া হয়েছে
সাতক্ষীরা প্রতিনিধি. সাতক্ষীরার কলারোয়ায় অষ্টম শ্রেণির এক স্কুল ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে থানায় মামলা করেছে। কলারোয়া থানার ওসি মনিরুজ্জামান জানান, উপজেলার জালালাবাদ গ্রামে ১৩ এপ্রিল রাতে এ ঘটনা ঘটে; ঘটনার পনের দিন পর শনিবার রাতে মেয়েটি বাদী হয়ে মামলাটি করেন।
পুলিশ জানায়, স্থানীয় একটি স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী ১৫ বছর বয়সী ওই কিশোরীকে আপতত পুলিশের হেফাজতে রাখা হয়েছে। আদালতে জবানবন্দি দেওয়ার পর স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে হাসপাতালে পাঠানো হবে।
মামলার বরাতে ওসি বলেন, “জালালাবাদ গ্রামের মফিজুল ইসলামের ছেলে সাদ্দাম হোসেন (২৪) দীর্ঘদিন ধরে স্কুলে যাতায়াতের পথে মেয়েটিকে উত্ত্যক্ত করে আসছিল। গত ১৩ এপ্রিল বিকালে সাদ্দাম মেয়েটিকে ধর্ষণ করে।”
তিনি বলেন ওই ঘটনার পর মেয়েটি সাদ্দামকে বিয়ে করার প্রস্তাব দিলে সাদ্দাম তাকে রাজী হয়নি। পরে মেয়েটি গত ২৫ এপ্রিল বিষয়টি তার পরিবারকে জানালে তারা গ্রাম্য শালিস ডেকে এ ঘটনায় সমাধান করার চেষ্টা করে।
কিন্তু সেখানে কোনো সুরাহা মেলায় সাদ্দামকে আসামি করে মামলা দায়ের করা হয় বলে জানান এ পুলিশ কর্মকর্তা জানান।