অতিরিক্ত পরিশ্রমে ২৭২ নির্বাচনী কর্মীর মৃত্যু

- আপডেট সময় : ০৩:৪৮:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০১৯ ১৩৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক |
সারা দিন ক্লান্তিহীনভাবে নির্বাচনী দায়িত্ব সামাল দিতে গিয়ে ইন্দোনেশিয়ায় গত ১১ দিনে ২৭২ জন কর্মীর মৃত্যু হয়েছে।
দেশটির নির্বাচন কমিশনের মুখপাত্র আরিয়েফ প্রিয় সুশান্ত শনিবার রাতে বলেন, অতিরিক্ত কাজের চাপ সামলাতে গিয়ে আরও ১ হাজার ৮৭৮ জন কর্মী অসুস্থ হয়ে পড়েছেন।
১৭ এপ্রিল ইন্দোনেশিয়ায় একসঙ্গে রাষ্ট্রপতি, সংসদ, আঞ্চলিক এবং স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। খরচ কমাতে একই সময়ে একদিনে ভোট শুরু এবং শেষ করা হয়। ১৯ কোটি ৩০ লাখ ভোটারের মধ্যে ৮০ শতাংশ মানুষ ভোট দেন।
এক সঙ্গে এতগুলো ভোটের কাজ শেষ করতে গিয়ে কর্মকর্তারা হিমশিম খান। হাতে হাতে গুণতে হয় সব ব্যালট পেপার।
রয়টার্স জানিয়েছে, একযোগে অনুষ্ঠিত হওয়া এই নির্বাচনগুলোয় প্রার্থী ছিলেন ২ লাখ ৪৫ হাজারের বেশি। তারা ২০ হাজার সিটের বিপরীতে লড়াই করেন।
ভোট নেওয়ার জন্য ৮ লাখ ১০ হাজার কেন্দ্রে প্রায় ৬ লাখ কর্মীকে দায়িত্ব দেয়া হয়। মানবাধিকার সংস্থাগুলো এই নির্বাচনকে ‘পৃথিবীর সবচেয়ে জটিল নির্বাচন’ বলে বর্ণনা করছে।
দেশটির সরকার ভুক্তভোগী পরিবারগুলোকে আর্থিক সহায়তা করার ঘোষণা দিয়েছে। যারা চিকিৎসাধীন তাদের সর্বোচ্চ সেবা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।