মোহাম্মদপুরের ‘কিলার মোহন’ অস্ত্রসহ নারায়ণগঞ্জে আটক

- আপডেট সময় : ০৪:৩৪:০৮ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০১৯ ১০৯ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি |
রাজধানীর মোহাম্মদপুরের তালিকাভুক্ত সন্ত্রাসী মোহনকে অস্ত্রসহ আটক করেছে নারায়ণগঞ্জের পুলিশ।
বৃহস্পতিবার রাত ৮টায় সদর উপজেলার ফতুল্লা থানার দাপা ইদ্রাকপুরের শৈলকুড়াস্থ আক্তার হোসেনের বালুরঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।
এ সময় মোহনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলিভর্তি একটি ম্যাগজিন উদ্ধার করে পুলিশ।
আটক মোহন পটুয়াখালি বাউফল নমলা এলাকার মৃত মজিদ মিয়ার ছেলে এবং রাজধানীর মোহাম্মদপুর চৌরাস্তা এলাকার নবাব মিয়ার বাড়ির ভাড়াটিয়া। তিনি মোহাম্মদপুর এলাকার তালিকাভুক্ত সন্ত্রাসী এবং কিলার মোহন নামে পরিচিত বলে পুলিশ জানিয়েছে।
ফতুল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম হোসেন জানান, মোহন অস্ত্রটি নিয়ে পটুয়াখালির বাউফল যাচ্ছিলেন। তিনি ঢাকার মোহাম্মদপুর থেকে ফতুল্লা লঞ্চঘাট দিয়ে তার গ্রামের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়ক ব্যবহার করেন। গোপন সংবাদের ভিত্তিতে দাপা শৈলকইড়া এলাকা থেকে ফতুল্লা থানা পুলিশ তাকে আটক করে। তার নেতৃত্বেই পুলিশ এ অভিযান চালায়।
ওসি আসলাম হোসেন আরও জানান, মোহনের সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি। তার সম্পর্কে খোঁজখবর নিতে মোহাম্মদপুর থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তিনি ওই থানার তালিকাভুক্ত সন্ত্রাসী এবং কিলার মোহন নামে পরিচিত বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।
তবে মোহন কী উদ্দেশ্যে গুলিভর্তি অস্ত্রটি বহন করে নিয়ে যাচ্ছিলেন, সে ব্যাপারে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানান ওসি।