কমলগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা

- আপডেট সময় : ০৪:০৪:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০১৯ ১১৭ বার পড়া হয়েছে

শাহাবউদ্দিন,কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ জাতীয় পুষ্টি সপ্তাহ (২০১৯) উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। আজ শুক্রবার কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে।
উক্ত চিত্রাঙ্কনচিত্রাংকন প্রতিযোগিতায় কমলগঞ্জ উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
চতুর্থ দিনের অংশ হিসেবে উক্ত চিত্রাংকন প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ভারপ্রাপ্ত ডাক্তার সাজেদুল কবির (এমবিবিএস বিসিএস), ডাক্তার মুন্নি সিনহা, স্যানেটারি ও নিরাপদ খাদ্য ইন্সপেক্টর দুলাল মিয়া, স্বাস্থ্য সহকারী আঞ্জুমান আরা রুবি, সূচনা প্রকল্পের ইউনিয়ন কো-অর্ডিনেটর রামানন্দ মল্লিক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উচ্চপদস্থ কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে আগামী (২৯ এপ্রিল) পুরস্কার বিতরণ করা হবে বলে জানা যায়।