গফরগাঁও রেল স্টেশনে মার্কিন রাষ্ট্রদূত মিলার

- আপডেট সময় : ০৬:৩৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০১৯ ১২৩ বার পড়া হয়েছে

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি;
ময়মনসিংহের গফরগাঁও রেলস্টেশন পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল আর মিলার।
মঙ্গলবার সকালে আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের গফরগাঁও রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতির সময় মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার ট্রেন থেকে নেমে ১০ মিনিট স্টেশনে অবস্থান করেন।
এ সময় তিনি প্লাটফর্মের অবস্থানরত সাধারণ যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং রেল ভ্রমণে সুযোগ-সুবিধার খোঁজখবর নেন।
বাংলাদেশ রেলওয়ের ট্রাফিক পরিদর্শক (পরিবহন ও বাণিজ্যিক) তৌহিদুল ইসলাম রুবেল, রেলওয়ের সহকারী কমান্ডেন্ট শহিদুল ইসলাম ও গফরগাঁও রেলওয়ে স্টেশন মাস্টার আশরাফ চৌধুরী মার্কিন রাষ্ট্রদূতকে স্বাগত জানান।
মার্কিন রাষ্ট্রদূত আন্তঃনগর তিস্তা ট্রেনের ১৩১৫নং বগীতে (কোচ-চ) সাধারণ যাত্রীদের সঙ্গে ঢাকা থেকে ময়মনসিংহ যাচ্ছেন। সকাল ৯টা ৪৭ মিনিটি থেকে ৯টা ৫৭ মিনিট পর্যন্ত রেলস্টেশনের প্লাটফর্মে অবস্থান করেন।