সংবাদ শিরোনাম :
বরিশালে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৪:১৩:৩১ অপরাহ্ন, শনিবার, ১৩ এপ্রিল ২০১৯ ১২০ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক, বরিশাল:
বরিশাল নগরীর সিএন্ডবি রোডের ইউএসবি বাংলা কুরিয়ার সার্ভিস অফিসের সামনে থেকে ৫ হাজার ৮শ’ ৩০ পিস ইয়াবাসহ মো. সরোয়ার হাওলাদার নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। গত শুক্রবার রাতে তাকে আটক করা হয়। আটক সরোয়ার বাকেরগঞ্জের ঢালমারা গ্রামের মৃৃত আদম আলী হাওলাদারের ছেলে।
শুক্রবার রাতে র্যাব-৮ সদর দপ্তর থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সিএন্ডবি রোড এলাকার অভিযান চালিয়ে ৫ হাজার ৮শ’ ৩০ পিস ইয়াবাসহ সরোয়ার হাওলাদারকে আটক করে র্যাব। জিজ্ঞাসাবাদ শেষে তাকে কোতয়ালী মডেল থানায় সোপর্দ করে মাদক আইনে একটি মামলা দায়ের করেন র্যাব-৮’র ডিএডি আল মামুন শিকদার।