ছোট ভায়ের লাঠির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু
- আপডেট সময় : ০৩:৩৯:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০১৯ ১২৬ বার পড়া হয়েছে
জেলা প্রতিনিধি; নাটোরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে আহত বড় ভাই দুলাল হোসেন (৪৭) নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের ছোট ভাই আরিফ হোসেনকে (৩৫) আটক করা হয়েছে। শুক্রবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুলাল হোসেনের মৃত্যু হয়।
এদিকে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে গ্রাামের লোকজন দুলালের ছোট ভাই আরিফ হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করে। নিহত দুলাল ও আটক আরিফ সদর উপজেলার দস্তানাবাদ মাঝিপাড়া গ্রামের মৃত মুনছুর রহমানের ছেলে।
নাটোর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দিন জানান, গত মঙ্গলবার দুপুরে দুলাল হোসেন ও আরিফ হোসেনের ছেলে-মেয়েদের মধ্যে কথা কাটাকাটি থেকে মারামারির ঘটনা ঘটে। এতে ছোট ভাই আরিফ ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে বড় ভাই দুলালকে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ওই দিনই প্রথমে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে রামেক হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে দুলাল মারা যান।
ওসি বলেন, মৃত্যুর খবর পেয়ে স্থানীয় লোকজন আরিফকে আটকে করে ৯৯৯- কল করে খবর দেয়। পরে শুক্রবার বেলা ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আরিফকে আটক করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।