খুলনায় বন্ধ পাটকল চালু ও বকেয়া বেতনের দাবিতে আমজনতার দলের বিক্ষোভ

- আপডেট সময় : ০৮:৩১:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫ ১৭৫ বার পড়া হয়েছে

সকালের সংবাদ: উল্লেখ্য, আগামী ২৬ ফেব্রুয়ারী খুলনার বেশ কয়েকটি পাটকলের মেশিনারিজ টেন্ডার এর মাধ্যমে বিক্রির উদ্যোগ নেয়া হয়েছে, বন্ধ পাটকল চালু না করে মেশিনারিজ বিক্রির টেন্ডার আহবানের প্রতিবাদে বিক্ষোভ আয়োজন করে আমজনতার দলের খুলনা শাখা। কর্মসূচী হতে পাট বস্ত্র উপদেষ্টা বশীর এর বহিষ্কার দাবি করেন সংক্ষুব্ধরা। খুলনা পিপলস মোরে বিক্ষোভ শেষে ক্রিসেন্ট মোড়ে শেষ হয় উক্ত কর্মসূচি।
কর্মসূচিতে আমজনতার দলের সদস্য সচীব বলেন, সাখওয়াত সাহেব বললেন, পাটকল গুলো চালু করা সম্ভব তাকে সড়িয়ে দিলেন, আর বশীর সাহেবকে নিয়োগ দিলেন যে কি না বলছে পাটকল চালু সম্ভব না। আমাদের প্রশ্ন যিনি চালু করতে পারবেন তাকে সড়িয়ে যিনি চালু করতে অস্বীকার করছেন তাকে কেন দায়িত্ব দিল সরকার। তারেক বন্ধ পাটকল দ্রুত চালু করে, শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের দাবি জানান।
আমজনতার দলের কেন্দ্রীয় প্রতিনিধি তামান্না ফেরদৌস জানান, ৩ মাসের জন্য ইজড়া প্রদান করার কথা বলে আজ ৪ টা বছর হল খুলনার পাটকলগুলো বন্ধ কারো কোন মাথা ব্যাথা নাই।
খুলনা পাটকল শ্রকিক নেতা দীন ইসলাম হুশিয়ারী দেন, ২৬ তারিখ টেন্ডার থেকে একটা যন্ত্র তারা বের করতে দেবেন না, বকেয়া বেতন না হওয়া পর্যন্ত কোন প্রকার টেন্ডার কেউ করতে পারবে না।
কবি আবু জায়ীদ, কেন্দ্রীয় প্রতিনিধি আমজনতার দল, মন্তব্য করেন, পাকিস্তান আমলে পাট ধ্বংস করছে পশ্চিম পাকিস্তান, এখন ধ্বংস করছে ভারত। কবি জাঈদ, পাট শিল্পকে ভারতের রাহু মুক্ত করার দাবি জানান।
উক্ত কর্মসূচিতে আমজনতার দলের খুলনা প্রতিনিধি, আগুয়ান ৭১ এর প্রতিনিধিসহ বক্তব্য রাখেন পাটকলের ক্ষতিগ্রস্ত শ্রমিকেরা।