সংবাদ শিরোনাম :
তুই – ফারজানা কবির ঈশিতা
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:৫৩:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০১৯ ১৯৫ বার পড়া হয়েছে
তুই চলে যাবি ভাবলেই
বুকটা ধুক করে উঠে…
কোথায় যেন একটা হাহাকার
আতঙ্কিত বোধ করে…!!
তোকে ভালোবাসি কিনা জানি না
তুই ভালোবাসিস কিনা তাও বুঝি না…
বুঝি তোর উপড় কোথায় যেন একটা মায়া পড়ে আছে!!
বুকের ভেতর যে পাখিটা চুপটি মেরে থাকে
তোর যাবার কথা শুনলেই
কেমন যেন ডানা ঝাপটে গুমড়ে কেঁদে উঠে…
একা ছিলাম, একাই আছি
তবুও তুই চলে যাবি ভাবলেই
নিজেকে ভীষণ, ভীষণ রকম..
নিঃস্ব নিঃসঙ্গ এক পথিক মনে করি…