বিএনপি নেতা মাহিদুর রহমান নেতৃত্বের বিস্ময়
- আপডেট সময় : ১১:৩৩:১৭ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪ ১১৬ বার পড়া হয়েছে
লিখেছেন সারোয়ার হোসেন রুবেল:
“মাহিদুর রহমান” যুক্তরাজ্য বিএনপির সাবেক সফল সভাপতি দুই দুই বারের সফল আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বিএনপির চেয়ারপার্সন এর উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য। সংগ্রামী রাজনৈতীক ব্যক্তিত্ব । তার রাজনৈতিক প্রজ্ঞা ও দক্ষতা নিয়ে লিখতে শুরু করা সম্ভাব হলেও শেষ করা সম্ভাব না।
জনপ্রিয় হতে হলে কর্মীদের ভালোবাসা আস্থা প্রয়োজন। সবাই নেতা হতে পারে না আবার নেতা হলেও সবাই কর্মী বান্ধব হয় না। নেতা হতে হলে যে ত্যাগ, শ্রম, মেধা আর দলীয় আদর্শ বুকে লালন করে নিজেকে তৈরি করে নিয়ে সব সময় রাজপথে কর্মীদের পাশে থাকতে হয় সেটা মহিদুর রহমানের অপরিসীম। তিনি জানেন কিভাবে কর্মীদের আগলে রাখতে হয় আপনজন বিশ্বাসের বাহুডোরে।
অসাধারণ গুণী রাজনীতিক একজন কর্মী বান্ধব অভিভাবক বটে, নেতাকর্মীদের কাছে ঐক্যের প্রতীক তিনি। সিলেট বিভাগের কৃতিসন্তান সর্বজন গ্রহণযোগ্য সফল বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও বিএনপির চেয়ারপার্সন এর উপদেষ্টা মাহিদুর রহমান বিভিন্ন গণমাধ্যম অনলাইন প্ল্যাটফর্মে আমার নিজ চোখে দেখেছি একজন আদর্শবান নেতা হিসেবে লন্ডন সহ সারা ইউরোপ রাজপথে দেশমাতার মুক্তি ও গণতন্ত্র পুনঃদ্ধারে লড়াই করে যাচ্ছেন।
কত ষড়যন্ত্র কত হামলা মামলা সয়েছেন তবুও উনি ঠিকিই পাহাড়ের মত নীতির জায়গায় দাঁড়িয়ে আছেন।
ইনশাল্লাহ মধ্যপ্রাচ্য জুড়ে আগামি প্রজন্ম’ লাখ লাখ নেতাকর্মী জাতীয়তাবাদী দল বিএনপির ছত্রছায়ায় আপনার মাধ্যমে লাখ লাখ নেতাকর্মী খুঁজে পাবে আশার আলো আর শহিদ জিয়ার আদর্শে নতুন বাংলাদেশ গড়ার মন্ত্র।