ক্যান্সারে আক্রান্ত মায়ের জীবন বাঁচানোর আবেদন জবি শিক্ষার্থীদের
- আপডেট সময় : ০১:৫৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩ ২১০ বার পড়া হয়েছে
ক্যান্সারে আক্রান্ত মায়ের জীবন বাঁচানোর আবেদন জবি শিক্ষার্থীদের
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী পপি রানির মা জরায়ু ক্যান্সারে আক্রান্ত হয়ে লাস্ট স্টেজে আছেন। তাঁর চিকিৎসা বাবদ যে অর্থ প্রয়োজন তা বহনে অসমর্থ তার পরিবার। চিকিৎসার জন্য সাহায্য চেয়ে আবেদন জানিয়েছেন পপি রানিসহ তার সহপাঠীবৃন্দ। পপি রানীর সঙ্গে কথা বলে জানা যায় যে, তিনি গত ৬ থেকে ৭ মাস ধরে অসুস্থ ছিলেন। ঈদের আগে ১৭ এপ্রিল, মহাখালিতে ডাক্তার দেখানোর পর জানতে পারেন তার মায়ের শরীরে ক্যান্সার নামক মরণব্যাধি বাসা বেধেছে। পপি রানি বর্তমানে তার মা কে নিয়ে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। ডাক্তাররা জানান যে, ক্যান্সারের আক্রান্ত স্থান থেকে জীবাণু এখনো ছড়িয়ে পড়েনি। অপারেশন করার পর যদি সঠিকভাবে থেরাপি দেওয়া যায় তাহলে সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। পপি রানির সহপাঠী মো. নোমান বিল্লাহ বলেন, ‘আমরা যখন আন্টির ক্যান্সারে আক্রান্তের কথা শুনলাম তখনই সিদ্ধান্ত নিয়েছিলাম যত টাকা লাগে আমরা ব্যবস্থা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এত টাকা নিজেদের মধ্যেই ব্যবস্থা করা খুবই কঠিন।