ঢাকা ১০:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বুড়িচংয়ে আইনশৃঙ্খলা কমিটির সভায় সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা ইউএনও’র! Logo ইবি উপাচার্যকে ১০লাখ ঘুষ প্রস্তাব এক তরুনীর! Logo মামলায় জর্জরিত কুলাউড়ার ছাত্রদল নেতা মিতুল পালিয়ে আছেন প্রবাসে Logo ২৫ মার্চ গণহত্যা দিবসে মোমবাতি প্রজ্জ্বলনের মধ্য দিয়ে শাবি ছাত্রলীগের কার্যক্রম শুরু Logo থিয়েটার কুবির ইফতার মাহফিল Logo রাজধানীর শান্তিনগর বাজার নিয়ে শত কোটি টাকার লুটপাট Logo ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমানের মৃত্যুতে শাবি শিক্ষক সমিতির শোক Logo ঢাবি শিক্ষক ড. জিয়া রহমানের মৃত্যুতে শাবি উপাচার্যের শোক প্রকাশ Logo ময়মনসিংহ স্টুডেন্টস এসোসিয়েশনের নতুন সভাপতি সজীব, সম্পাদক আশিক Logo পুরান ঢাকায় জুতার কারখানার আগুন




সারাদেশে খুদে ডা. দিয়ে ‘শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা’ শুরু ৫ ফেব্রুয়ার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:৪৬:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০২৩ ১২১ বার পড়া হয়েছে

বিদ্যালয়ে পড়ুয়া খুদে ডাক্তারদের মাধ্যমে ‘শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা’ কার্যক্রম শুরু হচ্ছে। আগামী ৫ থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সব সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এ কার্যক্রম পরিচালিত হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের ওজন, উচ্চতা ও দৃষ্টিশক্তি পরীক্ষা করার নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

রোববার (২২ জানুয়ারি) মাউশির দেয়া এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার অধীন ফাইলেরিয়াসিস নির্মূল, কৃমি নিয়ন্ত্রণ ও খুদে ডাক্তার কার্যক্রম পরিচালনা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী ৫ থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত মাধ্যমিক পর্যায়ের সব বিদ্যালয়ে খুদে ডাক্তারের মাধ্যমে শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষার কার্যক্রম অনুষ্ঠিত হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে খুদে ডাক্তারের দল গঠন এবং তাদের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা একটি অভিনব কার্যক্রম, এতে শিক্ষার্থীদের অনুপ্রাণিত হওয়া, দলগতভাবে কাজ করা, এমনকি সুশৃঙ্খলভাবে জীবন গড়ার সুযোগ রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ৫ থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত সব মাধ্যমিক বিদ্যালয়ে খুদে ডাক্তারদের মাধ্যমে এ কার্যক্রম পরিচালনার জন্য সহকারি বা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও প্রধান শিক্ষকদের প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে।

এসব নির্দেশনার মধ্যে রয়েছে- উল্লেখিত সময়ে শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম পালনের ব্যবস্থা করা, সহকারি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার নিজ নিজ ক্লাস্টারের বিদ্যালয়ে খুদে ডাক্তারদের মাধ্যমে সুষ্ঠুভাবে নিবিড়ভাবে তত্ত্বাবধান ও পরিবীক্ষণ, শিক্ষকদের উপস্থিতি নিশ্চিত করা ও সহকারি শিক্ষকদের এ কর্মসূচিতে যুক্ত করা, খুদে ডাক্তারদের মাধ্যমে নির্ধারিত শ্রেণির সব শিক্ষার্থীর ওজন, উচ্চতা ও দৃষ্টিশক্তি পরীক্ষাসহ আনুষঙ্গিক তথ্য সংগ্রহ করে তা স্বাস্থ্য পরীক্ষার ফরমে লিপিবদ্ধ করতে বলা হয়েছে।

এতে আরও বলা হয়, স্বাস্থ্য পরীক্ষার সময় অস্বাভাবিক শারীরিক বৃদ্ধিসহ দৃষ্টিশক্তিতে ত্রুটি কিংবা স্বাস্থ্য পরীক্ষার ফরমে উল্লেখিত বিষয়ের তথ্য গাইড শিক্ষকের নজরে আনা এবং এ রিপোর্ট স্থানীয় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে সরবরাহ করে তার সঙ্গে সমন্বয় করার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :




সারাদেশে খুদে ডা. দিয়ে ‘শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা’ শুরু ৫ ফেব্রুয়ার

আপডেট সময় : ০২:৪৬:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০২৩

বিদ্যালয়ে পড়ুয়া খুদে ডাক্তারদের মাধ্যমে ‘শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা’ কার্যক্রম শুরু হচ্ছে। আগামী ৫ থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সব সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এ কার্যক্রম পরিচালিত হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের ওজন, উচ্চতা ও দৃষ্টিশক্তি পরীক্ষা করার নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

রোববার (২২ জানুয়ারি) মাউশির দেয়া এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার অধীন ফাইলেরিয়াসিস নির্মূল, কৃমি নিয়ন্ত্রণ ও খুদে ডাক্তার কার্যক্রম পরিচালনা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী ৫ থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত মাধ্যমিক পর্যায়ের সব বিদ্যালয়ে খুদে ডাক্তারের মাধ্যমে শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষার কার্যক্রম অনুষ্ঠিত হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে খুদে ডাক্তারের দল গঠন এবং তাদের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা একটি অভিনব কার্যক্রম, এতে শিক্ষার্থীদের অনুপ্রাণিত হওয়া, দলগতভাবে কাজ করা, এমনকি সুশৃঙ্খলভাবে জীবন গড়ার সুযোগ রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ৫ থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত সব মাধ্যমিক বিদ্যালয়ে খুদে ডাক্তারদের মাধ্যমে এ কার্যক্রম পরিচালনার জন্য সহকারি বা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও প্রধান শিক্ষকদের প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে।

এসব নির্দেশনার মধ্যে রয়েছে- উল্লেখিত সময়ে শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম পালনের ব্যবস্থা করা, সহকারি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার নিজ নিজ ক্লাস্টারের বিদ্যালয়ে খুদে ডাক্তারদের মাধ্যমে সুষ্ঠুভাবে নিবিড়ভাবে তত্ত্বাবধান ও পরিবীক্ষণ, শিক্ষকদের উপস্থিতি নিশ্চিত করা ও সহকারি শিক্ষকদের এ কর্মসূচিতে যুক্ত করা, খুদে ডাক্তারদের মাধ্যমে নির্ধারিত শ্রেণির সব শিক্ষার্থীর ওজন, উচ্চতা ও দৃষ্টিশক্তি পরীক্ষাসহ আনুষঙ্গিক তথ্য সংগ্রহ করে তা স্বাস্থ্য পরীক্ষার ফরমে লিপিবদ্ধ করতে বলা হয়েছে।

এতে আরও বলা হয়, স্বাস্থ্য পরীক্ষার সময় অস্বাভাবিক শারীরিক বৃদ্ধিসহ দৃষ্টিশক্তিতে ত্রুটি কিংবা স্বাস্থ্য পরীক্ষার ফরমে উল্লেখিত বিষয়ের তথ্য গাইড শিক্ষকের নজরে আনা এবং এ রিপোর্ট স্থানীয় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে সরবরাহ করে তার সঙ্গে সমন্বয় করার জন্য নির্দেশ দেয়া হয়েছে।