ট্রেনের ধাক্কায় মায়ের মৃত্যু, শিশুকন্যা আহত
- আপডেট সময় : ১২:২৫:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০১৯ ১৪১ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা শহরের লাল ব্রিজের কাছে খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সুইটি খাতুন (৩০) নামে নারীর মৃত্যু হয়েছে। এ সময় তার কোলে থাকা দুই বছরের শিশুকন্যা অমিও গুরুতর আহত হয়।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সুইটি খাতুন গাইবান্ধা শহরের রফিকুল ইসলামের স্ত্রী।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় আলমডাঙ্গা রেলস্টেশনের অদূরে লাল ব্রিজের কাছে সুইটি খাতুন তার শিশুকন্যাকে কোলে নিয়ে রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি তাদের ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই সুইটি খাতুন মারা যান। আহত শিশুকন্যা অমিও। এলাকাবাসী অমিকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেছে। তার অবস্থা আশঙ্কাজনক।
খবর পেয়ে পোড়াদহ জিআরপি থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে রাত সাড়ে ৯টায় ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
এ বিষয়ে আলমডাঙ্গা থানার ওসি (তদন্ত) লুৎফুল কবির বলেন, আমি ঘটনাটি শুনেছি।