সংবাদ শিরোনাম :
নিখোঁজ ভ্যান চালক লিটুর অপেক্ষায় পরিবার

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:৫৯:১৮ অপরাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০২২ ১৭২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
গোপালগঞ্জের মুকসুদপুরে মো. লিটু মাতুব্বর নামে এক ভ্যানচালক নিখোঁজ রয়েছেন সপ্তাহের উপরে।
। গত ১৭ আগস্ট সন্ধ্যা ৭টার দিকে ভ্যানগাড়ি নিয়ে বের হয়ে আর ফেরেননি বলে জানিয়েছে পরিবার। নিখোজের পরিবার ও স্বজনরা গুনছেন অপেক্ষার প্রহর। কখন ফিরবেন পরিবারের একমাত্র উপার্জনকারী লিটু।
নিখোঁজ লিটু মাতুব্বর মুকসুদপুর থানার গোলাবাড়িয়া গ্রামের মৃত বাকা মাতুব্বরের ছেলে। এ ঘটনায় নিখোঁজ লিটুর স্ত্রী সাহেদা বেগম মুকসুদপুর থানায় সাধারণ ডায়েরি করেছেন।
এ বিষয়ে এএসআই মৌসুমী বলেন, এ ঘটনায় ঐ নিখোঁজের স্ত্রী জিডি করেছেন। আমরা খোঁজ নিচ্ছি।
কোনো সহৃদয় ব্যক্তি লিটু মাতুব্বরের খোঁজ পেলে বাড়ির ঠিকানা, থানা, অথবা মুঠোফোনে (০১৭৬৪৯৩৬৩৭৪) জানানোর অনুরোধ করা হচ্ছে।