আর্মি ক্যাম্পে আগুনের গুজব ছড়ানো ৭ কথিত সাংবাদিক রিমান্ডে
- আপডেট সময় : ১০:১৭:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ অগাস্ট ২০২১ ১২২ বার পড়া হয়েছে
সিলেট প্রতিনিধি:
সিলেটের আর্মি ক্যাম্পে আগুন লাগার গুজব ছড়ানো ৭ ভুয়া সাংবাদিককে রিমান্ডে নেওয়া হয়েছে। সোমবার ওই ভুয়া সাংবাদিকদের ৫ দিনের রিমান্ডের আবেদন জানানো হলে আদালত দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে গত ২৫ জুলাই তাদের আটক করা হয়েছিল।
রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের শাহপরাণ থানার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক দেবাংশু পাল।
রিমান্ডে নেওয়া ভুয়া সাংবাদিকরা হলেন- গোলাপগঞ্জের তুরুগাঁও এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে আশফাকুর রহমান, সিলেটের শাহপরাণ থানার পীরেরচক গ্রামের মৃত উস্তার আলীর ছেলে আলাউদ্দিন আলাল, গোলাপগঞ্জের মজিদপুর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে রেজা হোসাইন, একই উপজেলার আওই (বানীড়গ্রাম) এলাকার মোবারক আলীর ছেলে সোহেল আহমদ, বাঘীরঘাট এলাকার মৃত আশাব আলীর ছেলে আবুল কাশেম, সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানাধীন কুচাই এলাকার ইউনুছ আলীর ছেলে রাজন আহমদ ও এয়ারপোর্ট থানার আটপিয়ারী গ্রামের আলতাফ হোসেনের ছেলে মোক্তার হোসেন মান্না।
র্যাব কর্মকর্তা সোমেন মজুমদার জানান, গত ২২ জুলাই রাতে আটকরা সিলেটে সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের ক্যাম্পে আগুন লেগেছে বলে ফেসবুকে গুজব ছড়ায়। এতে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে সিলেটের বিভিন্ন স্থান থেকে তাদের শনাক্ত করে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা গুজব ছড়ানোর কথা স্বীকার করেছে। আটকদের বিরুদ্ধে এসএমপির শাহপরাণ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা হয়েছে।