বিয়ানীবাজার প্রেস ক্লাবের সদস্য আহবান
- আপডেট সময় : ১০:১২:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ এপ্রিল ২০২১ ১৮৬ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক:
এতিহ্যবাহী বিয়ানীবাজার প্রেস ক্লাবের নতুন সদস্য আহবান করা হয়েছে। সোমবার সন্ধ্যায় প্রেস ক্লাবের সাপ্তাহিক সভায় নতুন সদস্য নিয়োগ, একটি মহল বিশেষ প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্ত ছড়ানোর নিন্দা জানানো হয়। একই সাথে প্রেস ক্লাব সভাপতির মাতা ও সহ সভাপতির চাচার আশু রোগমুক্তি কামনা করা হয়।
বিয়ানীবাজার প্রেস ক্লাব সভাপতি সুয়াইবুর রহমান স্বপনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তোফায়েল আহমদের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ আবু তাহের রাজু, সহসভাপতি সাহেদ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক তাজবীর আহমদ ছাইম, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক এহসান করিম খোকন, প্রচার সম্পাদক শহীদুল ইসলাম সাজু, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আজিম উদ্দিন আরিফ ও সদস্য আহমদ রেজা চৌধুরী।
সভায় আগামী ১৫ এপ্রিলের মধ্যে প্রেস ক্লাবের সদস্য ফরম একশত ফি দিয়ে সংগ্রহ করে ২০ এপ্রিলের মধ্যে প্রচার সম্পাদক শহীদুল ইসলাম সাজুর (০১৭০৩৪০১২৪৫) কাছে জমা দিতে আগ্রহী গণমাধ্যম কর্মীদের আহবান করা যাচ্ছে।
সভায় প্রেস ক্লাব সভাপতি সুয়াইবুর রহমান স্বপন এর মাতা ও সহ সভাপতি সাহেদ আহমদের চাচার আশু রোগ মুক্তি কামনা করা হয়।