এলজিএসপিতে অবদানে স্বর্ণপদক পেলেন চেয়ারম্যান আব্দুল মান্নান

- আপডেট সময় : ০৭:৪৯:০৩ অপরাহ্ন, সোমবার, ২৫ ফেব্রুয়ারী ২০১৯ ১৬৩ বার পড়া হয়েছে

মো. রফিকুল ইসলাম: ময়মনসিংহ জেলায় ইউনিয়নের লোকাল গভর্ন্যান্স সার্পোট প্রজেক্ট (এলজিএসপিতে) সর্বোচ্চ অবদানের স্বীকৃতি হিসেবে স্বর্ণপদক ও গোল্ড মেডেল পেলেন গৌরীপুর উপজেলার ৫নং সহনাটি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মান্নান।
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের উদ্যোগে (২৪ ফেব্রুয়ারি/১৯) রবিবার রাজধানীর পল্টনের একটি হোটেলে জাঁকজমক অনুষ্ঠানের মাধ্যমে এলজিএসপিতে সর্বোচ্চ অবদানের স্বীকৃতি হিসেবে দেশের প্রতি জেলায় একজন করে স্বর্ণপদক ও গোল্ড মেডেল প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন ।
চেয়ারম্যান আব্দুল মান্নানের ছেলে ও যুবলীগ নেতা নাজমুল হাসান ডালাছ জানান, এই প্রাপ্তিতে বাবার ইউনিয়নের কাজের উৎসাহ আরো বেড়ে গেল এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি ইউনিয়নের সকল মেম্বার ও ইউনিয়নবাসীর প্রতি যাদের আন্তরিক সহযোগিতায় এই প্রাপ্তি ।
এছাড়াও চেয়ারম্যান আব্দুল মান্নান সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিভিন্ন সময়ে জেনারেল ওসমানী এ্যাওয়ার্ড, শেরে বাংলা এ কে ফজলুল হক এ্যাওয়ার্ড, মানবাধিকার শান্তি এ্যাওয়ার্ড, লোকাল রোরাল ডেভেলপমেন্ট এ্যাওয়ার্ড, লোকাল ওম্যান স্কিল ডেভেলপমেন্ট রেপুটেশন এ্যাওয়াড নামে বিভিন্ন পুরস্কার লাভ করেছেন ।