মিলান কন্স্যুলেটের আয়োজনে মহান আন্তর্জাতিক ভাষা দিবস উদযাপন

- আপডেট সময় : ০৭:৩৯:৪১ অপরাহ্ন, সোমবার, ২৫ ফেব্রুয়ারী ২০১৯ ১৮৬ বার পড়া হয়েছে

তুহিন মাহামুদ, ইউরোপ ব্যুরো: ইতালির মিলানে বাংলাদেশ কন্স্যুলেট জেনারেল মিলানের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।একুশের ভোরে বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধ নমিত করা হয়।এর পর পিয়াচ্ছা নাপোলি খোলা পার্কে অস্থায়ী শহীদ মিনার বেদীতে পুস্পস্তবক অর্পন এবং বিকালে কন্স্যুলেট হলে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে বক্তব্য রাখেন কনসাল জেনারেল ইকবাল আহমেদ। বাংলাদেশ কন্স্যুলেট জেনারেল মিলানের হল রুমে আয়োজিত আলোচনাসভায় শহীদ দিবসে প্রেরিত রাষ্ট্রপতি,প্রধান মন্ত্রী,পররাষ্ট্র মন্ত্রী ও পররাষ্ট্র প্রতি মন্ত্রীর বানী পাঠ করেন কনসাল এ কে মোহম্মাদ সামছুল আহসান এবং কনসাল রফিকুল করিম ।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্ডিয়ার ও ফিলিপাইনের কনসাল জেনারেল সহ বিভিন্ন দেশের অতিথিরা।এছাড়া বক্তব্য রাখেন মিলান লোম্বার্দিয়া আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেত্রীবৃন্দ এবং মিলান বাঙলা প্রেস ক্লাব ইতালীর সাংবাদিক বৃন্দ সহ বাংলাদেশী প্রবাসীরা ।
বক্তারা ভাষা আন্দোলনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা এবং ইউনোস্কোর আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতিতে প্রধান মন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান।
এছাড়া দিবসটি উপলক্ষে নির্মিত ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। সাংস্কৃতিক অংশে প্রবাসী বাংলাদেশী শিশু কিশোর সহ ইন্টারন্যাশনাল স্কুল অব ইউরোপ সহ মিলানোস্থ বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা বাংলা ইতালিয়,শ্রীলঙ্কান,ফিলিপাইন,গ্রীক ও ফরাসী সহ বিভিন্ন দেশের ভাষায় বহুভাষিক সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করা হয়। লোম্বারদিয়া আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেত্রীবৃন্দ,মিলান বাঙলা প্রেস ক্লাব ইতালির সাংবাদিকবৃন্দ, বাংলাদেশী,ইতালি সহ বিভিন্ন দেশের সূধীজনেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।১৯৫২ সালের ভাষা আন্দোলনে ভাষা সৈনিক শহীদদের আত্মত্যাগ জাতি যুগ যুগ ধরে বহন করবে শ্রদ্ধ,ভালোবাসা আর কৃতজ্ঞতাচিত্তে।