সংবাদ শিরোনাম :
কাঁদবে নাতো কেউ- এইচ আর শফিক

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৮:৪১:৫৯ অপরাহ্ন, রবিবার, ৩ জানুয়ারী ২০২১ ২০২ বার পড়া হয়েছে

ফুরিয়ে গেলে দমের হওয়া
চলবে না আর গাড়ী।
থাকবে স্বজন, রইবে ঘর
এই দেহটাই হবে সবার পর।
বলবে সবে গন্ধ হবে, পচে যাবে
তৈরি হবে মাটির ঘর,
সবার মত সবাই রবে
এই দেহ টাই হবে সবার পর।
জানবে নাতো কেউ
খুঁজবে নাতো কেউ,
হৃদপিন্ড আঁচড়ে পরে
হাজার কথার ঢেউ।
ফুরিয়ে গেলে দমের হওয়া
চলবে না আর গাড়ি,
থাকবে পরে বাড়ি-ঘর
এই দেহটাই হবে সবার পর।
কাঁদবে নাতো কেউ
খুঁজবে নাতো কেউ,
হৃদপিন্ড আঁচড়ে পরে
হাজার কথার ঢেউ।
ফুরিয়ে গেলে দমের হওয়া
চলবেনা আর গাড়ি,