সাবেক উপমন্ত্রী জ্যাকবকে টাওয়ার নিয়েই সন্তুষ্ট থাকতে বললেন প্রধানমন্ত্রী

- আপডেট সময় : ১২:৩১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৯ ২২৪ বার পড়া হয়েছে

সাবেক উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবকে ভোলার টাওয়ার নিয়েই সন্তুষ্ট থাকতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
সংসদ অধিবেশনে প্রতি বুধবার প্রথম ৩০ মিনিট সংসদ নেতা প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত থাকে।
এ সময়ে তিনি সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তর দিয়ে থাকেন। সাবেক উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব সুযোগ পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্পূরক প্রশ্ন করেন।
এ সময় নিজ এলাকা ভোলার বিশদ বিবরণ দিতে থাকেন তিনি। এ জন্য স্পিকার তাকে দুই দফা সংক্ষেপ করার নির্দেশ দেন এবং সম্পূরক প্রশ্ন করার কথা বলেন।
এরপরও জ্যাকব সেই বর্ণনা দিতেই থাকেন। পরে স্পিকার দুঃখিত বলে প্রধানমন্ত্রীকে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী প্রশ্নটি সম্পূরক না, এলাকাভিত্তিক।
জবাব দিতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আসলে উনি ভোলার বিবরণ দিতে চাচ্ছিলেন। যখনই যে সরকার এসেছে, ভোলা থেকে কেউ না কেউ মন্ত্রী থেকেছে।
আর এ কারণেই ভোলার উন্নয়ন হয়েছে, এতে কোনো সন্দেহ নেই।
প্রধানমন্ত্রী বলেন, সংসদ সদস্য যে এলাকার কথা বলছেন, ওখানে কিন্তু জ্যাকব টাওয়ার হয়ে গেছে।
কাজেই আমার মনে হয়, জ্যাকব টাওয়ার দেখতে বহু লোক সেখানে যায়। আমার মনে হয় এখানেই উনার সন্তুষ্ট থাকা উচিত, বলেন প্রধানমন্ত্রী।