সংবাদ শিরোনাম :
খাগড়াছড়িতে সাংবাদিকদের মানববন্ধন

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:১৪:১৩ অপরাহ্ন, সোমবার, ১১ ফেব্রুয়ারী ২০১৯ ১৪৫ বার পড়া হয়েছে

খাগড়াছড়ি প্রতিনিধি: সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন করেছে সাংবাদকর্মীরা।
সকালে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে শাপলা চত্বরে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
সাংবাদিক ইউনিয়ন সভাপতি নুরুল আজমের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, খাগড়াছড়ির জ্যেষ্ঠ সাংবাদিক তরুণ ভট্টাচার্য্য ও এইচ এম প্রফুল্ল প্রমুখ।
৭ বছরেও সাগর রুনি হত্যাকান্ডের সাথে জড়িতদের চিহ্নিত করতে না পারায় ঘটনায় বক্তারা ক্ষোভ জানিয়ে অবিলম্বে হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
পাশাপাশি সাগর রুনির পরিবারসহ সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারী রাজধানীর বাসায় খুন হয় সাংবাদিক দম্পতি সাগর-রুনি