বরিশালের ধর্ষণ মামলার ৪ শিশু আসামিকে হাইকোর্টের নির্দেশে পরিবারের কাছে ফেরত দিল প্রশাসন
- আপডেট সময় : ০৯:৪১:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২০ ৭৮ বার পড়া হয়েছে
বরিশাল প্রতিনিধি:
হাইকোর্টের নির্দেশের পর বরিশালের বাকেরগঞ্জে ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলার ৪ নাবালক শিশুকে বাড়ি পৌঁছে দিয়েছে স্থানীয় প্রশাসন।
শুক্রবার (০৯ অক্টোবর) সকাল পৌনে ৮টার দিকে একটি মাইক্রোবাসে করে ওই ৪ শিশুকে নিয়ে আসেন প্রশাসনের কর্মকর্তারা। এ সময় শিশুদের বুকে টেনে নিয়ে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা।
স্বজনদের হাতে ওই ৪ শিশুকে বুঝিয়ে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধবী রায়, জেলা প্রশাসক কার্যালয়ের প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ, বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালামসহ প্রশাসনের স্থানীয় কর্মকর্তারা।
এর আগে উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী বৃহস্পতিবার দিবাগত রাতে বরিশালের শিশু আদালত ওই ৪ শিশুকে জামিন দেন। এরপর রাতেই বরিশাল কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রের সহকারী পরিচালককে তাদের মুক্তির জন্য মেইলে বার্তা পাঠান। সেই বার্তা অনুযায়ী বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে মাইক্রোবাস যোগে ৪ শিশুকে নিয়ে বরিশালের বাকেরগঞ্জের উদ্দেশে রওনা দেন প্রশাসনের কর্মকর্তারা।
আরও পড়ুন: ধর্ষণ চেষ্টা মামলার আসামি ধরতে যাওয়া পুলিশের উপর হামলা, পুলিশসহ আহত ৪
শুক্রবার সকালে শিশুদের কাছে পেয়ে স্বজনরা আদালতের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। পাশাপাশি মিথ্যা অভিযোগকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধবী রায় বলেন, আমরা উচ্চ আদালতের নির্দেশনা পালন করেছি। আর পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে ঘটনার মূল্য রহস্য উদঘাটন হবে।
উল্লেখ্য, গত ৪ অক্টোবর বরিশালের বাকেরগঞ্জের রঙ্গশ্রী ইউনিয়নে এক কন্যা শিশু চার ছেলে শিশুর সাথে খেলাধুলা করছিল। এরপর কন্যা শিশুর বাবা গত ৬ অক্টোবর বাকেরগঞ্জ থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন। ওই মামলায় ৪ নাবালক শিশুকে গ্রেপ্তার করে ৭ অক্টোবর আদালতে সোপর্দ করা হয়।