সহকারী অধ্যাপক পদে ৬৩৩ জনকে পদোন্নতি

- আপডেট সময় : ০২:০৯:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ নভেম্বর ২০১৮ ৯২ বার পড়া হয়েছে

সরকারি কলেজের প্রভাষক থেকে সহকারী অধ্যাপক পদে ৬৩৩ জনকে পদোন্নতি দিয়েছে সরকার। আজ বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। বার্তা সংস্থা ইউএনবি এ তথ্য জানায়।
প্রজ্ঞাপনে বলা হয়, পদোন্নতি পাওয়া শিক্ষকরা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগ দিয়ে আগের পদে দায়িত্ব পালন করবেন।
পদোন্নতি পাওয়া শিক্ষকদের মধ্যে গণিত বিষয়ে ৬৭ জন, অর্থনীতি বিষয়ে ৫৪ জন, আরবি ও ইসলামী শিক্ষার ৩৩ জন, হিসাব বিজ্ঞানের ৪১ জন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের ৩২ জন, ইংরেজি বিষয়ের ৪৫ জন, ইতিহাস বিষয়ের ২৮ জন, উদ্ভিদবিদ্যার ৩৪ জন, কৃষি বিজ্ঞানের দুজন, গার্হস্থ্য অর্থনীতির ছয়জন, তাফসিরের একজন, দর্শনের ৩৮ জন, পদার্থবিদ্যার ২৪ জন, পরিসংখ্যানের তিনজন, প্রাণিবিদ্যার ৩৫ জন, বাংলার ৩৩ জন, ব্যবস্থাপনার ৩৬ জন, ভূগোলের ১০ জন, মার্কেটিংয়ের একজন, মৃত্তিকা বিজ্ঞানের তিনজন, মনোবিজ্ঞানের একজন, রসায়নের ২৮ জন, রাষ্ট্রবিজ্ঞানের ৩৮ জন, সমাজকল্যাণের ১৯ জন, সমাজ বিজ্ঞানের ২১ জন ও সংস্কৃতের একজন শিক্ষক রয়েছেন।