আগ্রাবাদের অত্যাধুনিক ল্যাবে দুর্ধর্ষ ডাকাতি
- আপডেট সময় : ১২:১৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২০ ১১২ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদকঃ গত ৮জুলাই ২০২০ ইং গভীর রাতে চট্টগ্রাম আগ্রাবাদ ১০৭০ শেখ মুজিব রোডের প্রগতি হাউজের ৩য় তলায় মাল্টিস্ট্যাটান্ড ইউনিক সেফটি এন্ড কোয়ালিটি আ্যাসেসমেন্ট ল্যাব লিঃ এ ফায়ার এক্সিট দরজা ভেঙ্গে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে।দেশে বেসরকারি পর্যায়ে প্রথমবারের মতো আমদানি ও রপ্তানি পন্যের গুনগত মান পরীক্ষা করার জন্য এই প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়েছে।
সকাল ৯ টায় অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা অফিসে প্রবেশ করলে মুল দরজা খুলে অফিসে প্রবেশ করে কিন্তু ল্যাবের ইমারজেন্সি বহিঃ গমন দরজা ভাঙা দেখতে পায়। মুলত ডাকাতরা বাথরুমের ভেন্টিলেটর ভেঙে ভিতরে প্রবেশ করে। ল্যাবের প্রতিটি রুমে সিসি ক্যামেরা থাকলেও সংযোগ বিচ্ছিন্ন করে ডাকাতি করে।উল্লেখ্য ল্যাবটি যে যন্ত্রপাতি দ্বারা সজ্জিত করা হয়েছিল তা এশিয়ার মধ্যে আধুনিক ল্যাব গুলোর মধ্যে অন্যতম।
ল্যাবের হেড অব এডমিন কামরুল ইসলাম জানান,দুর্বৃত্তরা আমাদের ল্যাবে প্রবেশ করে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস, মুল্যবান যন্ত্রপাতি, মনিটর ও ল্যাপটপ নিয়ে গেছে। তিনি আরও বলেন, ঘটনাটি চট্টগ্রামের ডবলমুরিং থানাকে জানানো হয়েছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।