গতি ফিরছে ইতালিতে
- আপডেট সময় : ০৯:৪৯:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২০ ১০৬ বার পড়া হয়েছে
ইউরোপ প্রতিনিধি;
অর্থনীতির চাকা সচল করতে লকডাউন পরিস্থিতি শিথি করার সঙ্গে ভ্রমণের ওপর বিধিনিষেধ আগামী ৩রা জুন থেকে প্রত্যাহারের প্রস্তুতি নিচ্ছে ইতালি।
এমন একটি আদেশে সই করেছেন ইতালির প্রধানমন্ত্রী গুইসেপ কন্তে, যা শনিবার প্রকাশিত হয়েছে। এতে দেশটির নাগরিকরা সেদিন থেকে বিদেশ এবং বিদেশি নাগকরিকরা ইতালি ভ্রমণ করতে পারবেন।
অর্থনীতির চাকা ফের সচল করতে লকডাউন শিথিল করার পর ৩রা জুন থেকে দেশটির নাগরিকদের বিদেশ এবং বিদেশি নাগরিকদের ইতালি ভ্রমণে অনুমতি দেয়ার বিষয়ে দেশটির সরকার এ পদক্ষেপ নিল।
দেশটির জন্য এটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। কেননা, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ার পর থেকে লকডাউনের কারণে সবকিছুই বন্ধ করে দেয়া হয়েছিল দেশটিতে।
আদেশে বলা হয়েছে, বিধিনিষেধ ওঠানো নির্দিষ্ট এলাকাগুলোতে যাতে নতুন সংক্রমণ না হয় সে বিষয়টি জোরদার করা হবে। স্বাস্থ্য বিধি অনুসরণ না করলে পুনরায় চালু হওয়া অর্থনৈতিক অঞ্চলগুলোর বিভিন্ন প্রতিষ্ঠান আবার বন্ধ হয়ে যেতে পারে। পুরো বিষয়টি জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করবে।
এদিকে, দেশটিতে ৪ঠা মে থেকে শিল্প-কারখানা খুলে দেয়া হয়েছে আর আগামী সোমবার থেকে ব্যবসা প্রতিষ্ঠানগুলো খুলতে শুরু করবে।