গৌরীপুর পাইলট বালিকা বিদ্যালয়ে ছাত্রীদের গোলাপ দিয়ে বরন করলেন…… এমপি
- আপডেট সময় : ০৭:৩৪:০৬ অপরাহ্ন, সোমবার, ২৮ জানুয়ারী ২০১৯ ১৯৩ বার পড়া হয়েছে
মজিবুর রহমান, ময়মনসিংহ :
নতুন বছরে বিদ্যালয়ের ছাত্রীদের গোলাপ ফুল দিয়ে বরণ করে নেন অনুষ্ঠানের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি, পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল আলম। বিতরণ করা হয় মেধাবীদের মাঝে পুরস্কার।
ময়মনসিংহের গৌরীপুর ঐতিহ্যবাহী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে সোমবার (২৮ জানুয়ারি) সকাল ১১টায় নবীণ বরন অনুষ্ঠানে দেখা যায় এ ব্যাতিক্রমী আয়োজন। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথির আসন অলংকিত করেন- গৌরীপুর পৌরসভার সুযোগ্য মেয়র সৈয়দ রফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার মো: সাইফুল আলম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ডা. হেলাল উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বিধু ভুষণ দাস।
এ সময় আরো উপস্থিত ছিলেন- গৌরীপুর সরকারি মহাবিদ্যালয়ের (অনার্স) অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হাবিবুর রহমান, নুরুল আমীন খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক, আর কে সরকারি উচ্চ বিদ্যালয়ের অবরপ্রাপ্ত প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন, সাপ্তাহিক রাজগৌরীপুর পত্রিকার সম্পাদক ইকবাল হোসেন জুয়েল, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, আব্দুল মুন্নাফ, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হাবিবুর রহমানসহ সহকারী শিক্ষক ও অভিভাবকবৃন্দ।
আলোচনা ও পুরস্কার বিতরণ শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।