সংবাদ শিরোনাম :
গত বছরের শেষের দিকেই করোনার সংক্রমণ শুরু: যুক্তরাজ্যের গবেষণা

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:১০:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২০ ১৪৮ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : করোনার সংক্রমণ গত বছরের শেষের দিকে শুরু হয়েছে এবং দ্রুত ছড়িয়েছে বলে দাবি করেছে যুক্তরাজ্যের গবেষকরা।
ইউনিভার্সিটি কলেজ লন্ডন জেনেটিকস ইন্সটিটিউটের করোনা নিয়ে গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।
বিশ্বজুড়ে ৭ হাজার ৬শ’র বেশি রোগীর নমুনা নিয়ে করা গবেষণায় দেখা গেছে, গত বছরের শেষ থেকেই ভাইরাসটি মানুষের শরীরে ঢুকেছে। এবং সংক্রমণের পর পরই তা বিশ্বে খুব দ্রুত ছড়িয়েছে।
তবে দ্রুত সংক্রমিত হলেও এর কারণে গুরুতর রোগ তৈরি করছে এমন কোন প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে গবেষকরা।
বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা নমুনা পরীক্ষার পর দেখা যায় গত বছরের শেষের দিকেই ভাইরাসটি মানুষকে আক্রান্ত করতে শুরু করেছিল। এর ফলে সব দেশের ক্ষেত্রেই প্রথম করোনা রোগী খুঁজে বের করা সম্ভব নয় বলেও জানান গবেষকরা।