ঝিনাইদহে ছাত্রলীগ নেত্রী সিথির ইফতার বিতরণ
- আপডেট সময় : ০৯:২১:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২০ ৭৫ বার পড়া হয়েছে
সকালের সংবাদ ডেস্ক; রমজানে রোজাদার পথচারীদের জন্য ইফতারের উদ্যোগ নিয়ে আলোচনায় এসেছেন ঝিনাইদহের মেয়ে ও ঝিনাইদহ সরকারি কেসি কলেজের ছাত্রী ও জেলা ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদক দিনাত জাহান সিথি।
রোজার শুরু থেকেই ঝিনাইদহের বিভিন্ন রাস্তাঘাটে ঘুরে ঘুরে রোযাদার পথচারীদের মাঝে এই ইফতার বিতরণ করছেন তিনি।
বুধবার বিকালে সরেজমিনে দেখা যায়, একটি রিক্সাতে করে ইফতার নিয়ে শহরের কেসি কলেজ,পোষ্ট অফিস মোড়,হাটের রাস্তা এলাকায় ঘুরে ঘুরে পথচারী, নিম্ন আয়ের মানুষ সহ চলন্ত রিক্সাচালক ও ইজিবাইক চালকদের মাঝে নিজ হাতে তৈরি ইফতার বিতরণ করছেন দিনাত জাহান সিথি । তার এমন মানবিক উদ্যোগ ইতিমধ্যেই মানুষের মাঝে প্রশংসার যায়গা করে নিয়েছে।
দিনাত জাহান সিথি বলেন, লকডাউনের কারনে ঝিনাইদহের নিম্ন আয়ের মানুষ ও খেটে খাওয়া মানুষদের জন্য ইফতার এর আয়োজন করেছি কোনো বাহবা পেতে নয়।লকডাউনের কারনে ঝিনাইদহের অনেক নিম্ন আয়ের মানুষ সারাদিন রোযা রেখে অর্থকষ্টে ঠিকমত ইফতারও করতে পারছেন না । আমার সাধ্যমত সেই সকল রোযাদারদের মুখে ইফতার তুলে দিতে পারি সেই চেষ্টা করে যাচ্ছি।