ঈশ্বরগঞ্জে স্বামী পরিত্যাক্তা তরুণীকে গণধর্ষণ, গ্রেপ্তার ২
- আপডেট সময় : ০৫:০২:২৯ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২০ ৮৮ বার পড়া হয়েছে
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি;
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে স্বামী পরিত্যাক্তা এক তরুণীকে গণধর্ষণের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুরে অভিযান চালিয়ে আবদুল বারেক ও আবদুল মান্নান নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। রোববার মধ্যরাতে তরুণীকে গণধর্ষণ করা হয়।
উপজেলার মাইজবাগ ইউনিয়নের একটি গ্রামের বাসিন্দা ওই মেয়েটি (১৮)। স্বামী পরিত্যাক্ত হয়ে বাবার সংসারে বসবাস করছিলেন ওই তরুণী। মানসিক ভাবে সমস্যা গ্রস্থ তরুণী প্রায়ই রাতের বেলা বাইরে চলে যেতো ঘুরাঘুরির জন্য। রোববার রাতে ওই তরুণী বাড়ি থেকে বের হয়ে রাত সাড়ে ১২ টার দিকে বাড়ির কাছেই বটতলা বাজারের চলে যায়। মেয়েটিকে একা পেয়ে বাজারের নৈশ্য প্রহরী আবদুল মান্নান (৫৬), নূরুল ইসলাম (৪৫) ও আবদুল বারেক (৫৮) নামের আরেক ব্যক্তি বাজারের পাশের ইটভাটার দক্ষিন দিকের একটি স্থানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। মেয়ের খোঁজে বাবা অনুসন্ধান শুরু করলেও মেয়ের ওপর নির্যাতন চলছে এমন দৃশ্য টর্চের আলোতে দেখতে পায় বাবা। ওই অবস্থায় অভিযুক্তরা পালিয়ে যায়।
সোমবার সকালে মেয়েটির পরিবার থানায় গিয়ে বিষয়টি জানালে ঈশ্বরগঞ্জ থানার পুলিশ তাৎক্ষনিক অভিযানে গিয়ে বাজারের নৈশ্য প্রহরী আবদুল মান্নান ও ভাসা গ্রামের আবদুল বারেককে। অন্য নৈশ্য প্রহরী নূরুল ইসলাম পলাতক থাকায় তাকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেছুর রহমান আকন্দ বলেন, বাজারের নৈশ্যপ্রহরীরা মিলে ইটভাটার পাশের একটি স্থানে নিয়ে মেয়েটিকে গণধর্ষণ করে। অভিযান চালিয়ে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যজনকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।