সবুজ আন্দোলন’র পক্ষে চট্টগ্রামে অসহায় মানুষের জন্য খাদ্য সহায়তা প্রদান
- আপডেট সময় : ০৪:৪৯:৩৪ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২০ ১০২ বার পড়া হয়েছে
চট্রগ্রাম প্রতিনিধি;
আজ ৫ মে সবুজ আন্দোলন চট্রগ্রাম জেলার পতেঙ্গা উপজেলা শাখার উদ্যাগে দেশের অসহায় ও দরিদ্র মানুষের মাঝে নিত্যপ্রযোজনীয় খাদ্য সামগ্রী প্রদান করে।সংগঠনের চেয়ারম্যান বাপ্পি সরদার’র নির্দেশে সারা দেশে ধারাবাহিক কর্মসুচির মধ্যে চট্টগ্রামে আজকের কর্মসূচি অনুষ্ঠিত হলো। পতেঙ্গা উপজেলার আহ্বায়ক মিনাল কান্তি দে’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর জেলার সমন্বয়কারী মোঃ মোস্তফা কামাল রুমন।
তিনি তার বক্তব্যে বলেন, আমরা সবুজ আন্দোলন মুলত জলবায়ু সংকট নিয়ে কাজ করছি। কিন্তু করোনা ভাইরাস মহামরী আকার ধারন করায় আমরা মানবিক কারণে জনগণের পাশে দাঁড়াতে চেষ্টা করছি। তিনি আরও বলেন পরিবেশ ঝুকিতে আমাদের এই চট্টগ্রাম।বাংলাদেশসহ পৃথিবীর সকল কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধের আহ্বান জানাচ্ছি।
প্রত্যেক পরিবারকে ৫ কেজি চাল,ডাল,তেল,পেয়াজ প্রদান করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন থানার যুগ্ম আহ্বায়ক, মোঃ এ.কে রুবেল, শাত্তিক কুমারসহ প্রমুখ।