পিরোজপুরের সরকারি চাল বিতরণে অনিয়ম, ডিলারের কারাদণ্ড
- আপডেট সময় : ০৭:৪৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০ ৮৮ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধি,
পিরোজপুরের নাজিরপুরে ন্যায্য মূল্যের চাল বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগে উপজেলার মালিখালী ইউনিয়নের ডিলার মো. শামীম গাজীকে (৩৮) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) উপজেলা নির্বাহী কর্মকর্তার ভ্রাম্যমাণ আদালত এ দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত শামীম গাজী ওই ইউনিয়নের জুগিয়া গ্রামের মৃত্যু আব্দুস সত্তার গাজীর ছেলে।
জানা যায়, ন্যায্য মূল্যের চাল বিতরণের অনিয়মের অভিযোগে গত মঙ্গলবার (২৮এপ্রিল) ওই ইউনিয়নের ২নং দক্ষিণ ঝনঝনিয়া গ্রামের ভুক্তভোগী ফিরোজা বেগমসহ ৬ জন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও দুদকসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওবায়দুর রহমান জানান, তালিকাধারী সুবিধা ভোগীদের অভিযোগের ভিত্তিতে সরেজমিন তদন্ত করে অভিযোগের সত্যতা পেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই ডিলারকে ১ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।