গৌরীপুরে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
- আপডেট সময় : ০৬:২৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জানুয়ারী ২০১৯ ১৮৩ বার পড়া হয়েছে
মজিবুর, ময়মনসিংহ ঃ
ময়মনসিংহ গৌরীপুরে উপজেলা আন্ত: প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বুধবার (২৩ জানুয়ারি) বিকাল ৪টায় উপজেলা পাবলিক হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গৌরীপুরের মাটি ও মানুষের নেতা প্রবীণ রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি।
উপজেলা নির্বাহী অফিসার ফারহানা করিম এর সভাপতিত্বে বিশেষ অতিথির আসন গ্রহণ করেন- উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: সাইফুল ইসলাম খান।
সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: ইকবাল হোসেন এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন- উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আলমগীর হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ডা. হেলাল উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বিধু ভূষন দাস, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ ও আব্দুল মুন্নাফ, অচিন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুল ইসলাম অন্তর প্রমুখ।