ত্রাণের দাবীতে দিনাজপুরে সড়ক অবরোধ
- আপডেট সময় : ০৯:৩১:৪১ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২০ ৯৮ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক;
পেটের জ্বালা সইতে না পেরে অবশেষে দিনাজপুরে ত্রানের দাবীতে সড়ক অবরোধ করেছে ত্রান বঞ্চিতরা। দিনাজপুর শহরের প্রায় ১৬শ পরিবার কোন দিশা না পেয়ে রাস্তায় নেমে পড়েন ত্রাণের দাবীতে। এসময় প্রায় ২ ঘন্টা সদর-বিরল সড়ক যোগাযোগ বন্ধ থাকে। পরে প্রশাসনের আশ্বাসে পরিস্থিত স্বাভাবিক হয়। বুধবার (২৯ এপ্রিল) সকাল ১০টা থেকে দিনাজপুর শহরের পশ্চিম বালুয়াডাঙ্গা হঠাৎপাড়া, জুলুমপাড়া ও সাধুরঘাট এলাকাবাসী কাঞ্চন ব্রীজের উপরে
অবস্থান নিয়ে বিক্ষোভ করে বিরল-সদর সড়ক অবরোধ করে।
এসময় ত্রাণের দাবীতে বিক্ষুব্ধ জনতা দিনাজপুর পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের বিরুদ্ধে ত্রাণ নিয়ে বিভিন্ন অনিয়ম ও দূর্ণীতির শ্লোগান দিতে থাকে। তারা বলেন, আমাদের এই তিন মহল্লার কোন পরিবার এখন পযন্ত ত্রান সহায়তা পায় নাই। পৌর ওয়ার্ড কাউন্সিলরা আমাদের বঞ্চিত করে নিজেদের আত্মীয় স্বজন ও পছন্দের মানুষদের ত্রান সহায়তা দিয়েছে। এসময় ত্রাণ না নিয়ে বাড়ী ফিরবেন না বলেও বিক্ষোভ করতে থাকে বিক্ষুব্ধ জনতা। এ সময় পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশের পাশাপাশি সেনাবাহনীর সদস্যরাও উপস্থিত ছিলেন। বিক্ষুব্ধ জনতাদের নিয়ন্ত্রনে আনতে প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সানিউল ফেরদৌস, দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শাহরিয়ার রহমান ঘটনাস্থলে গিয়ে ত্রাণ দেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় আন্দোলন কারীরা।