ঢাকা ০২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুবির শেখ হাসিনা হলের নতুন প্রভোস্ট অধ্যাপক ড. মেহের নিগার Logo শাবিপ্রবিতে সুষ্ঠভাবে গুচ্ছভুক্ত ‘খ’ ইউনিট ভর্তি পরীক্ষা সম্পন্ন Logo গুচ্ছ খ-ইউনিট ভর্তি পরীক্ষায় শিক্ষা উপকরণ ও সুপেয় পানি দিয়ে শাবি ছাত্রলীগের সহযোগিতা Logo মনোরম প্রাকৃতিক পরিবেশে প্রতিষ্ঠিত মেট্রোপলিটন ইউনিভার্সিটি হবে সত্যিকারের গ্রীন ক্যাম্পাসঃ ভিসি মোহাম্মদ জহিরুল হক Logo প্রতারণাচক্র থেকে সাবধান থাকতে আহবান জানিয়েছেন শাবি উপাচার্য Logo শিক্ষক-শিক্ষার্থীদের উদ্বোধনী কাজে সর্বদা সাপোর্ট থাকবে; শাবি উপাচার্য Logo জবি শিক্ষককে হেনস্থা, গুরু পাপে লঘু দণ্ড Logo কুবিতে ত্রিমুখী সংঘর্ষ, মারধরের পাল্টাপাল্টি অভিযোগ Logo মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করা আমাদের অঙ্গীকারঃ ড. তৌফিক রহমান চৌধুরী  Logo মেট্রোপলিটন ইউনিভার্সিটির নতুন বাসের উদ্বোধন




সাংবাদিক ও তার অভিভাবক_ নিয়াজ মো.

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৪:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২০ ৮২ বার পড়া হয়েছে

শুরু করি সংবাদ ও সাংবাদিকতা দিয়ে। পৃথিবীতে প্রতিদিনই লাখো কোটি ঘটনা ঘটে যায়। কয়টি ঘটনা পত্র- পত্রিকা, টেলিভিশনে আসে ? যে কয়টি খবর আসে, সেগুলোই সংবাদ। এবং এসব সংবাদ পাঠক, দর্শক, স্রোতা পর্যন্ত যারা নিরপেক্ষভাবে পৌছে দেয় তারাই সাংবাদিক বলে মানুষ জানে।

সাংবাদিকতার বিভিন্ন রূপ ও শ্রেণী আছে। দুনিয়ার সব সাংবাদিক যে একই নিয়ম অনুসরণ করবে তা তো নয়। তবে সাংবাদিকদের কিছু বৈশিষ্ট্য ও আচরণ সকল আদর্শ সাংবাদিকের ক্ষেত্রে একই হয়। যেমন, কাজের ধরণ, সাংবাদিকতার আদর্শ এসব।
২. দেশের বিভাগীয় একটি শহর বরিশাল। এখানে আটত্রিশটির মত আঞ্চলিক প্রিন্ট পত্রিকা ও বেশ কয়েকটি অনলাইন নিউজপোর্টাল, জাতীয় দৈনিক এর জেলা ও বিভাগীয় প্রতিনিধিসহ অনেক সাংবাদিকের কর্মক্ষেত্র এই শহর। ঐতিহ্যবাহী এ শহরে লেখক, সাংবাদিক, কবি, আবৃত্তি শিল্পী সহ অনেক সাংস্কৃতিক ব্যক্তি রয়েছেন।

আবার কূটকৌশলী সাংবাদিকের লেবাসধারীও রয়েছে এখানে। বরিশালের মানুষ যদিও এদের ইতিমধ্যে বয়কট করেছে। তবুও জেনে রাখা ভাল।

৩. এই শহর থেকেই শিখেছি হাসিমুখে একজন সাংবাদিককে তার সহকর্মীরা কিভাবে অন্যায়ভাবে বিপদে ফেলে দেয়। এখানেই দেখেছি, একজন সাংবাদিক প্রকাশ্যে সরকার দলীয় একজন রাজনৈতিক নেতাকে নিজের অভিভাবক বলে দাবি করে প্রচার করে। আবার আমার এই শহর থেকেই অভিজ্ঞতা নিয়েছি সাংবাদিকতার নামে ঢাকঢোল পিটিয়ে মানুষ কিভাবে ‘গুজব’কে বৈধতা দেয়।

শিখেছি ভোটের ফলাফলের আগেই লাখ টাকার বিনিময়ে পত্রিকার শিরোনাম হয়ে যায় ‘অমুক নেতা হয়েছেন সিংহাসন অধিকারী ‘। দেখেছি করোনা যুদ্ধে সহযোদ্ধা না হয়ে ‘ত্রাণ দিতে গিয়ে ছাত্র নেতার ধর্ষণের খবর ‘ নামের গুজবকেও সংবাদ বলে চালিয়ে দেয়া।

বরিশালের এমন সাংবাদিকদের যদিও মুখোশ উন্মোচিত হয়ে গেছে। এবং প্রমাণিত হয়েছে এরা একটি স্বাধীনতা বিরোধী রাজনৈতিক দলের কর্মী ছিলেন। এবং এখনও সরকার ও দেশের ভাবমূর্তি নষ্ট করতেই এরা একের পর এক গুজবকে কথিত সংবাদে রূপ দেযার চেষ্টা করছে । যদিও সেই পরিকল্পনা বারবার ভেস্তে যাচ্ছে ওই লেবাসধারীদের।

লেখক- নিয়াজ মো. (বরিশাল ব্যুরো -জাতীয় দৈনিক নতুন কাগজ)

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :




সাংবাদিক ও তার অভিভাবক_ নিয়াজ মো.

আপডেট সময় : ১১:০৪:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২০

শুরু করি সংবাদ ও সাংবাদিকতা দিয়ে। পৃথিবীতে প্রতিদিনই লাখো কোটি ঘটনা ঘটে যায়। কয়টি ঘটনা পত্র- পত্রিকা, টেলিভিশনে আসে ? যে কয়টি খবর আসে, সেগুলোই সংবাদ। এবং এসব সংবাদ পাঠক, দর্শক, স্রোতা পর্যন্ত যারা নিরপেক্ষভাবে পৌছে দেয় তারাই সাংবাদিক বলে মানুষ জানে।

সাংবাদিকতার বিভিন্ন রূপ ও শ্রেণী আছে। দুনিয়ার সব সাংবাদিক যে একই নিয়ম অনুসরণ করবে তা তো নয়। তবে সাংবাদিকদের কিছু বৈশিষ্ট্য ও আচরণ সকল আদর্শ সাংবাদিকের ক্ষেত্রে একই হয়। যেমন, কাজের ধরণ, সাংবাদিকতার আদর্শ এসব।
২. দেশের বিভাগীয় একটি শহর বরিশাল। এখানে আটত্রিশটির মত আঞ্চলিক প্রিন্ট পত্রিকা ও বেশ কয়েকটি অনলাইন নিউজপোর্টাল, জাতীয় দৈনিক এর জেলা ও বিভাগীয় প্রতিনিধিসহ অনেক সাংবাদিকের কর্মক্ষেত্র এই শহর। ঐতিহ্যবাহী এ শহরে লেখক, সাংবাদিক, কবি, আবৃত্তি শিল্পী সহ অনেক সাংস্কৃতিক ব্যক্তি রয়েছেন।

আবার কূটকৌশলী সাংবাদিকের লেবাসধারীও রয়েছে এখানে। বরিশালের মানুষ যদিও এদের ইতিমধ্যে বয়কট করেছে। তবুও জেনে রাখা ভাল।

৩. এই শহর থেকেই শিখেছি হাসিমুখে একজন সাংবাদিককে তার সহকর্মীরা কিভাবে অন্যায়ভাবে বিপদে ফেলে দেয়। এখানেই দেখেছি, একজন সাংবাদিক প্রকাশ্যে সরকার দলীয় একজন রাজনৈতিক নেতাকে নিজের অভিভাবক বলে দাবি করে প্রচার করে। আবার আমার এই শহর থেকেই অভিজ্ঞতা নিয়েছি সাংবাদিকতার নামে ঢাকঢোল পিটিয়ে মানুষ কিভাবে ‘গুজব’কে বৈধতা দেয়।

শিখেছি ভোটের ফলাফলের আগেই লাখ টাকার বিনিময়ে পত্রিকার শিরোনাম হয়ে যায় ‘অমুক নেতা হয়েছেন সিংহাসন অধিকারী ‘। দেখেছি করোনা যুদ্ধে সহযোদ্ধা না হয়ে ‘ত্রাণ দিতে গিয়ে ছাত্র নেতার ধর্ষণের খবর ‘ নামের গুজবকেও সংবাদ বলে চালিয়ে দেয়া।

বরিশালের এমন সাংবাদিকদের যদিও মুখোশ উন্মোচিত হয়ে গেছে। এবং প্রমাণিত হয়েছে এরা একটি স্বাধীনতা বিরোধী রাজনৈতিক দলের কর্মী ছিলেন। এবং এখনও সরকার ও দেশের ভাবমূর্তি নষ্ট করতেই এরা একের পর এক গুজবকে কথিত সংবাদে রূপ দেযার চেষ্টা করছে । যদিও সেই পরিকল্পনা বারবার ভেস্তে যাচ্ছে ওই লেবাসধারীদের।

লেখক- নিয়াজ মো. (বরিশাল ব্যুরো -জাতীয় দৈনিক নতুন কাগজ)