বৈশাখীঝড় ঝড়ে লণ্ডভণ্ড নড়াইলের অস্থায়ী কাঁচাবাজার

- আপডেট সময় : ১০:৩৫:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২০ ৭৯ বার পড়া হয়েছে

নড়াইল প্রতিনিধি;
বৈশাখীঝড় এবং প্রবল বর্ষণে লণ্ডভণ্ড হয়ে গেছে নড়াইলের অস্থায়ী বাজার। করেনার কারণে বিভিন্ন মাঠে স্থানান্তরিত করা হয়েছিল।
শুক্রবার (২৪ এপ্রিল) সারাদিন বৃষ্টিতে নষ্ট হবার উপক্রম গেছে কয়েক লক্ষ টাকার কাঁচামাল। আড়তদারের আড়তে নষ্ট হয়েছে আলু, পেঁয়াজ, আদাসহ নানা ধরনের মালামাল।
সরজমিনে দেখা যায়, কয়েকশ অস্থায়ী কাঁচা বাজারের দোকান ভেঙে সবজি পানিতে ভেসে যায়। পাইকারের মালামাল যেমন নষ্ট হয়েছে, তেমনি ক্ষুদ্র দোকানীদের মাথায় হাত। কেউ মাঠের পানি সরিয়ে আবার বসার চেষ্টা করছেন, কেউ চাল আর খুঁটি মেরামত করে পানির মধ্যেই আবার বসার চেষ্টা করছেন।
সপ্তাহ খানেক আগে করোনা পরিস্থিতি মোকাবিলায় জেলার সবচেয়ে বড় কাঁচাবাজার রূপগঞ্জ বাজারের সকল দোকান ভিক্টোরিয়া কলেজের কুড়িরডোপ মাঠে স্থানান্তর করা হয়। শুক্রবার টানা এক ঘণ্টার বৃষ্টি আর ঝড়ে সবকিছু উড়ে গেছে। দিনভর বৃষ্টিতে পানি জমে নষ্ট হয়ে গেছে আড়তে থাকা মালামাল।
বাজারের পাইকারি ব্যবসায়ী মঞ্জুর হোসেন বলেন, ঝড়ে অস্থায়ী চাল উড়ে গেছে, এখানে হাঁটু পানিতে কাঁচামালের বস্তা ডুবে আছে। আগামী এক সপ্তাহ বাজারে কাঁচামাল আলু, পেঁয়াজ, রসুন, আদা সরবরাহ করা সম্ভব হবে না। কয়েক লাখ টাকার ক্ষতি হয়ে গেল।
ক্ষুদ্র ব্যবসায়ী অমল নাগ, সাইফুল হোসেন, মিজানরা পড়েছেন আরও বিপাকে। একে মাঠের চারিদিকে কাদা আরা পানি অন্যদিকে ঝড়ে অস্থায়ী চাল উড়িয়ে নেয়ায় নতুন করে আবার তা বাঁধতে হচ্ছে।
কাঁচাবাজারের দোকানদার আমল নাগ বলেন, ঝড় শুরু হলে অন্য জায়গায় ছিলাম, চাল উড়িয়ে নিয়ে গেল এরপর তরকারীগুলো খোলা মাঠে ছড়িয়ে ছিটিয়ে গেল, আমরা এখন কিভাবে ব্যবসা করবো।