দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গৌরীপুর স্বজন সমাবেশের ২০ দিন ব্যাপী কর্মসূচি উদ্বোধন
- আপডেট সময় : ০৬:৪৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জানুয়ারী ২০১৯ ২০২ বার পড়া হয়েছে
ভ্রাম্যমাণ প্রতিনিধি : দৈনিক যুগান্তর এর ২০তম জন্মদিন উদযাপন উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের ২০ দিন ব্যাপী কর্মসূচির প্রথম দিনে মঙ্গলবার (২২ জানুয়ারি/১৯) ইসলামাবাদ সিনিয়র মাদরাসায় শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতার মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু হয়।
জন্মদিনের কর্মসূচীর শুভ উদ্বোধন ঘোষণা করেন বিএফএ ময়মনসিংহ শাখার সাধারণ সম্পাদক ক্রীড়াবিদ মুক্তিযোদ্ধা রতন সরকার। তিনি বলেন, মানুষের জন্য কিছু করার প্রয়াস স্বজনদের আছে। দৈনিক যুগান্তর সাহসী পত্রিকা, তার সারথী স্বজনরা দেশের উন্নয়নে নিবেদিত।
সংগঠনের সভাপতি মো. এমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর স্বজনের সভাপতি শ্যামল ঘোষ। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বজন উপদেষ্টা যুগান্তর প্রতিনিধি মো. রইছ উদ্দিন, সাংবাদিক মোস্তাফিজুর রহমান বোরহান, উপজেলা স্বজনের সহসভাপতি শামীমা খানম মীনা, যুগ্ম সম্পাদক তৌহিদুল আমিন তুহিন, সহ সম্পাদক মো. মিলন, সমাজ কল্যাণ সম্পাদক মো. ইয়াহিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক গোলাম কিবরিয়া, মো. মাসুদ মিয়া, উপজেলা স্বজনের সাবেক সাধারণ সম্পাদক মো. মুরাদ হোসেন, সহকারী শিক্ষক বিজন কুমার সরকার, মো. কামাল হোসেন, ফাতেমা আক্তার খাতুন, স্বজন তাসাদদুল করিম প্রমুখ। ‘যেমন খুঁশি তেমন আঁক’ প্রতিযোগিতায় প্লে থেকে দশম শ্রেণির ৩৭৪জন ছাত্রছাত্রী অংশ নেয়।
কর্মসূচীর মধ্যে উল্লেখযোগ্য আরো যা রয়েছে- ২৩ জানুয়ারি বিকাল ৩টায় স্বজন কার্যালয়ে স্বজন পরিবারের জিপিএ-৫ ও বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, ২৫ জানুয়ারি টাঙ্গাইল ভ্রমণ, ১ ফেব্রুয়ারি সকাল ১১টায় র্যালি ও কেককাটা, ৮ ফেব্রুয়ারি গৌরীপুর স্বজনের প্রতিষ্ঠাদের সংবর্ধনা, ১০ ফেব্রুয়ারি গ্রামীণ ক্রীড়া উৎসব, ৩টি বিদ্যালয়ে মাদক বিরোধী ও ৩টি বিদ্যালয়ে বাল্য বিয়ে বিরোধী সমাবেশ।