সংবাদ শিরোনাম :
হবিগঞ্জে নার্সসহ আরও দুই নারী করোনাভাইরাসে আক্রান্ত

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:৩৮:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২০ ৯৯ বার পড়া হয়েছে

হবিগঞ্জ প্রতিনিধি,
হবিগঞ্জে নার্সসহ আরও দুই নারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় ১৩ জন রোগী শনাক্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে জেলা স্বাস্থ্য বিভাগের নিকট সিলেট থেকে তাদের রিপোর্ট এসে পৌঁছেছে। আক্রান্তরা নিজ নিজ বাড়িতে হোম কোয়ারেন্টিনে রয়েছেন।
এ তথ্য জানিয়েছেন হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল।
তিনি জানান, তাদের করোনা নমুনা পরীক্ষার জন্য বিভিন্ন সময়ে সিলেটে পাঠানো হয়েছিল। মঙ্গলবার রাত ১১টার পর তাদের রিপোর্ট পাওয়া গেছে। তাদের মধ্যে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন নার্স ও অপর জন নারায়ণগঞ্জফেরত নারী শ্রমিক।
হবিগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শামীম আক্তার আরটিভি অনলাইনকে জানান, আক্রান্তদের রাতেই হবিগঞ্জ সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আনা হয়েছে। তাদের চিকিৎসা দেয়া হচ্ছে।