বরিশালে অসহায় দরিদ্রের ঘরে ঘরে খাদ্য সহায়তা অব্যাহত
- আপডেট সময় : ০৯:৫৬:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০ ১০০ বার পড়া হয়েছে
স্টাফ করেসপন্ডেন্ট |
বরিশাল: বরিশালে করোনা ভাইরাস সংক্রমণের (কোভিড-১৯) প্রভাবে কর্মহীন অসহায় দরিদ্রদের মধ্যে খাদ্য সহায়তা বিতরন অব্যাহত রয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সদর আসনের সংসদ সদস্য, সিটি মেয়র এবং জেলা প্রশাসকের পক্ষ থেকে জনগণের ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হয়। সদর আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীমের পক্ষে নগরের খ্রিস্টান সম্প্রদায়ের ৪৬০ পরিবারে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়। আওয়ামী লীগ নেতা মাহমুদুল হক খান মামুন সংসদ সদস্যের পক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের নেতাদের হাতে এ সহায়তা তুলে দেন।
অপরদিকে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর উদ্যোগে নগরের ১ ও ২ নম্বর ওয়ার্ডের (আংশিক) ১ হাজার ২৫০ পরিবার এবং ৭ নম্বর ওয়ার্ডের ১ হাজার ২৫০ পরিবারে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হয় বলে জানান বিসিসির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা দিপক লাল মৃধা।
এছাড়া জেলা প্রশাসনের পক্ষে বিভিন্ন উপজেলার বিভিন্ন ইউনিয়নে ৫ হাজার ৫৪৪ পরিবারে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হয় বলে জানান জেলা প্রশাসনের সহকারী কমিশনার সুব্রত কুমার বিশ্বাস।