মধ্যবিত্ত ১০০ পরিবারকে খাদ্য উপহার দিল অভ্যুদয় ১০ ব্যাচ
- আপডেট সময় : ০৭:৪২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০ ৮৮ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক ;
করোনাভাইরাসে সাধারণ ছুটি চলছে, এর মধ্য কর্মহীন হয়ে পড়েছেন অনেক মানুষ। কর্মহীন হয়ে পড়া মধ্যবিত্ত শ্রমজীবী ১০০ পরিবারকে খাদ্য উপহার পৌঁছে দিয়েছে বগুড়া জিলা স্কুল অভ্যুদয় ১০ ব্যাচ।
আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) শহরের মালতিনগর, নাটাইপাড়া, দত্তবাড়ি, কাটনারপাড়া এলাকায় মধ্যবিত্ত পরিবারে বাড়িতে এসব উপহার পৌঁছে দেন বগুড়া জিলা স্কুল অভ্যুদয় ১০ ব্যাচের ছাত্ররা।
খাদ্য উফারের প্রতি প্যাকেটে ছিল ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, হাফ লিটার সয়াবিন তেল, হাফ কেজি লবণ, এক কেজি আটা এবং দুটি করে সাবান।
করোনাভাইরাসের এই সময়ে এমন মধ্যবিত্ত পরিবারের কাছে আবারো উপহার দেয়ার জন্য কাজ করে যাচ্ছে বগুড়া জিলা স্কুল অভ্যুদয় ১০ ব্যাচ। রমজানকে সামনে রেখে এমন উপহার দেয়ার জন্য সকলে সহযোগিতার পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তারা।
বগুড়া জিলা স্কুলের অভ্যুদয় ১০ ব্যাচের পক্ষ থেকে খাইরুল বাসার বলেন, এই সংকটের সময়ে আমরা এই ক্ষুদ্র প্রয়াস হাতে নিয়েছি। আমরা চাই এই ধরণের কাজ সামনে আরও করতে। সমাজে কিছু মানুষ আছে যারা কারো কাছে হাত পেতে সাহায্য চাইতে পারে না, আমরা মূলত তাদের তালিকা তৈরি করে তাদের বাসায় উপহার পৌঁছে দিচ্ছি। আগামীতে আমরা আরও কিছু পরিবারকে এমন উপহার দিতে চাই।