গৌরীপুরে দুই ভাইকে কুপিয়ে জখম
- আপডেট সময় : ০১:০৭:২৪ অপরাহ্ন, রবিবার, ২০ জানুয়ারী ২০১৯ ১৭২ বার পড়া হয়েছে
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃময়মনসিংহের গৌরীপুরে মইলাকান্দা ইউপির গোবিন্দপুর গ্রামে তুচ্ছ ঘটনায় শিশুছাত্র দুই সহোদরকে কুপিয়ে মারাত্মক আহত করেছে প্রতিপক্ষরা।
আহতরা হলো বড় কালিহর গ্রামের সাইদুল ইসলামের ছেলে ৭ম শ্রেণির ছাত্র মো. হৃদয় মিয়া ও ৫ম শ্রেণির ছাত্র জাহিদুল ইসলাম অন্তর।
শনিবার বিকেলে গোবিন্দপুর বাজার সংলগ্ন স’মিলের সামনে এ হামলার ঘটনা ঘটে। আহত দুই স্কুলছাত্র গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
আহত শিশুদের বাবা সাইদুল ইসলাম বলেন, দুপুরে তার দুই ছেলে বোরো ক্ষেতে সেচ দিতে যায়। এসময় পানির সিরিয়াল নিয়ে নেকবর আলীর ছেলে সায়মনের সঙ্গে তার দুই ছেলের কথা কাটাকাটি হয়। এর জের ধরে বিকেলে স্থানীয় গোবিন্দপুর বাজারে যাওয়ার সময় স’মিলের সামনে নেকবর আলী ও তার দু’ছেলে মনজুল ও সায়মন দেশীয় অস্ত্র নিয়ে হৃদয় ও অন্তরের ওপর অতর্কিত হামলা চালায়। এসময় রামদা দিয়ে কুপ মেরে হৃদয়ের মাথায় রক্তাক্ত জখম ও অন্তরকে পিঠিয়ে মারাত্মক আহত করা হয়। বর্তমানে জখমী হৃদয়ের অবস্থা আশংকাজনক বলেও জানান তিনি।
স্থানীয় লোকজন এ হামলায় জড়িতদের গ্রেপ্তারপূর্বক আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে মন্তব্য জানতে নেকবর আলীর মোবাইল নাম্বারে কল করা হলে তাকে পাওয়া যায়নি।