সংবাদ শিরোনাম :
গৌরনদী’র মাহিলারায় সামাজিক দুরত্বের হাটবাজার

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:৩১:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২০ ১০৮ বার পড়া হয়েছে

বরিশাল অফিস ; করোনা ভাইরাসের কারনে বন্ধ থাকা গ্রামীণ হাটকে বাঁচিয়ে রাখতে জেলার গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নে গড়ে উটছে সামাজিক দূরত্বের হাট।
মাহিলাড়া হাট-বাজার ব্যবস্থাপণা কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু জানান, করোনা ভাইরাসের কারনে গৌরনদী উপজেলার দ্বিতীয় বৃহত্তম মাহিলাড়া হাট এতোদিন বন্ধ ছিলো। কিন্তু গ্রামীণ অর্থনীতিকে বঁাচিয়ে রাখতে মাহিলাড়া হাটকে সড়কের উপর থেকে স্থানান্তর করে মাহিলাড়া কলেজ মাঠে নেয়া হয়। সেখানে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে এক একটি পণ্যের দোকান খোলা হয়। তিনি আরও জানান, বুধবার সকাল থেকে মাহিলাড়া ইউনিয়নে সামাজিক দূরত্বের এ হাট চালু করা হয়। এখন থেকে সপ্তাহের বুধ ও শনিবার হাট মিলবে।
একেকটি দোকানে একজনের বেশি বিক্রেতা ও ক্রেতা যাতে ভীর করতে না পেরে সেজন্য গ্রাম পুলিশ নিয়োজিত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।