নবাবগঞ্জে তিনজনের করোনা শনাক্ত, ১৭০ বাড়ি লকডাউন
- আপডেট সময় : ০৬:৩২:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২০ ৮৬ বার পড়া হয়েছে
দিনাজপুর প্রতিনিধি;
দিনাজপুরের নবাবগঞ্জে তিন জনের করোনা শনাক্ত হওয়ায় আক্রান্ত ব্যক্তির বাড়িসহ আশেপাশের ১৭০টি বাড়ি লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (১৫ এপ্রিল) বিকেলে এই তথ্য নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানার অফিসার ইনর্চাজ অশোক কুমার চৌহান।
উপজেলা নির্বাহী অফিসারের মোবাইল নাম্বার বন্ধ থাকায় থানার অফিসার ইনর্চাজ অশোক কুমার চৌহান জানান, নবাবগঞ্জে দুইজন ঢাকা ফেরত এবং একজন লোকাল ব্যক্তির শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া য়ায়। এলাকার মানুষের কথা চিন্তা করে কুচদহ, শালখুড়িয়া, গুচ্ছগ্রামের আশেপাশের ১৭০টি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে। যতদিন করোনা আক্রান্ত ব্যক্তিরা সুস্থ্য না হয় ততদিন লকডাউন থাকবে।
দিনাজপুর জেলা সিভিল সার্জন আব্দুল কুদ্দুস জানান, করোনা আক্রান্ত তিনজন ব্যক্তি অনেকটাই সুস্থ আছেন এবং আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তাররা তাদের প্রতিনিয়ত চিকিৎসা দিচ্ছে।