বিরামপুরে জমি নিয়ে সংঘর্ষে আরো ১ জনের মৃত্যু

- আপডেট সময় : ১১:৪৫:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২০ ১৩৮ বার পড়া হয়েছে

হিলি প্রতিনিধি |
দিনাজপুরের বিরামপুরে জমি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে উভয়পক্ষের ৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে আব্দুল বাকী নামের একজন ওই দিনই চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মঙ্গলবার রাতে আরো একজনের মৃত্যু হয়। এই ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে বিরামপুর থানায় মামলা করলে আজ মঙ্গলবার ভোরে ১০ জনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন এমদাদুল হক (৩৫), মামুনুর রশিদ (৪০), ইউসুফ আলী (২৩), গোলাম মোস্তফা (৩৮), ফরিদুল ইসলাম (৩২), এনামুল হক (৫৫), নুর আলম সিদ্দিকী (২৩), আব্দুল হাদী (৬০), সাহারুল ইসলাম (২৭) ও ইলিয়াস আলী (২২)। তারা সবাই পারভবানীপুর এলাকার বাসিন্দা। গত সোমবার বিকেলে উপজেলার ভবানীপুর মুন্সিপাড়া এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, জমি-জমা নিয়ে দুই পরিবারের মাঝে বেশ কিছুদিন থেকে দ্বন্দ্ব চলে আসছিল। সোমবার আব্দুল বাকি দ্বন্দ্বের জায়গায় কাজ করতে গেলে তার চাচাত ভাইয়েরা কাজে বাধা দিলে উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। এসময় ঘটনাস্থলে ধারালো দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় উভয়পক্ষের ৬ জন গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি নিয়ে গেলে তাদের অবস্থা আশঙ্খাজনক হওয়ায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে আব্দুল বাকি মারা যান। পরেরদিন মঙ্গলবার রাতেই চিকিৎসাধীন অবস্থায় মোস্তাফিজুর রহমান নামের আরো একজনের মৃত্যু হয়। বাকিদের অবস্থা আশঙ্খাজনক।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মনির জানান, গতকাল সোমবার উপজেলায় জমি-জমা নিয়ে দুই-গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। নিহতের ছেলে বাদী হয়ে সোমবার রাতেই থানায় মামলা দায়ের করলে মঙ্গলবার ভোরে ১০ জনকে আটক করা হয়।