প্রতিবন্ধী ও অসহায় মানুষের পাশে ‘সবুজ আন্দোলন’র সহযোগিতায় শিক্ষার্থীরা
- আপডেট সময় : ০২:২১:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২০ ৮৮ বার পড়া হয়েছে
মাগুরা প্রতিনিধি: আজ ১৩ এপ্রিল মাগুরা জেলা, শ্রীপুর উপজেলার তখলপুর গ্রামের অর্ধশতাধিক অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে খাবার বিতরণ করা হয়। সমাজের অনেক বিত্তবান ব্যক্তি যখন এই করোনা ভাইরাসের মহামারীতে হাত গুটিয়ে বসে আছে, তখন এই গ্রামের কিছু স্কুল ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা অসহায় মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। গ্রামের সব থেকে প্রান্তিক পর্যায়ের ব্যক্তিদের সহায়তা করা হয়। তাদের মধ্যে কয়েকজন প্রতিবন্ধী, ভ্যানচালক,বিধবা ও মধ্যবিত্ত পরিবার খাদ্য সহায়তা প্রদান করা হয়। প্রত্যেককে ৫ কেজি চাল ও ডাল প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সবুজ আন্দোলন পরিচালনা পরিষদ’র চেয়ারম্যান বাপ্পি সরদার।তিনি তার বক্তব্যে বলেন, আমার নিজ গ্রামের অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরে ভালো লাগছে। সব থেকে ভালো লাগছে বেকার শিক্ষার্থীরা এই উদ্যোগ নিয়েছে আর সবুজ আন্দোলন তাদেরকে সামান্য সহযোগিতা করেছে। আশা করি সারাদেশে যদি নিজ নিজ এলাকার জন্য এভাবে কাজ করা যায় কেউ খাদ্য কষ্টে ভুগছে না। ওয়ার্ড মেম্বার কাজী আব্দুর রউফ বলেন,আমি আমার সাধ্যমত দিন রাত মানুষের সেবা করার চেষ্টা করছি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রোমান সরদার, সোহান শেখ,হৃদয় মন্ডলসহ প্রমূখ।