চকরিয়ায় শ্রমিককে গুলি করে হত্যা
- আপডেট সময় : ০২:০৭:৩১ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২০ ৭৫ বার পড়া হয়েছে
কক্সবাজার প্রতিনিধি;
কক্সবাজারের চকরিয়ায় মোহাম্মদ লোকমান (৩৫) নামের এক শ্রমিককে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করেছে।
সোমবার (১৩ এপ্রিল) ভোর সকাল ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার মালুমঘাট রিংভং নতুন মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ লোকমান (৩৫) কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের কালারমারপাড়া গ্রামের আবদুল মালেকের ছেলে। লোকমান চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে পণ্য ওঠানামার কাজ করতেন এবং চকরিয়া উপজেলার ডুলাহাজারার মালুমঘাটে তার শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভোর সকালে ওই এলাকার মানুষ মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় একটি গুলির শব্দ শোনেন। এ সময় মুসল্লিরা মহাসড়কের দিকে তাকালে একটি সাদা রঙের মাইক্রোবাসকে মহাসড়ক হয়ে উত্তর দিকে চলে যেতে দেখেন। পরে তারা ঘটনাস্থলে গিয়ে এক যুবকের গুলিবিদ্ধ লাশ সড়কের ধারে জঙ্গলের পাশে পড়ে থাকতে দেখেন। এসময় উপস্থিত মুসল্লিরা চকরিয়া থানার পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করেন।
চকরিয়া থানার ওসি মো: হাবিবুর রহমান সত্যতা নিশ্চিত করে জানান, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মোহাম্মদ লোকমান নামের এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তার বুকে একটি মাত্র আঘাত রয়েছে। সেটি গুলি নাকি ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে গেছে এখনো সঠিক তথ্য পাওয়া যায়নি। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলেই বুঝা যাবে কি দিয়ে তাকে হত্যা করা হয়েছে। এর আগে কিছু বলা যাবে না। আমরা ঘটনার সঠিক তথ্য জানার চেষ্টা করছি। এ ব্যাপারে চকরিয়া থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়েছে।