সংবাদ শিরোনাম :
সরকারি চাল বিক্রির সময় শ্যালকসহ আ.লীগ নেতা আটক
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:৩৫:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২০ ৯১ বার পড়া হয়েছে
জয়পুরহাট প্রতিনিধি |
জয়পুরহাটে সরকারি ওএমএস-এর চাল অবৈধভাবে বিক্রি ও সরবরাহের সময় আওয়ামী লীগ নেতা ও তার শ্যালককে হাতেনাতে আটক করেছে র্যাব-৫।
মঙ্গলবার বিকেলে আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর বাজার থেকে তাদের আটক করা হয়। আটক দুজন হলেন- গোপীনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ সাইদুর ও তার শ্যালক আনোয়ার হোসেন।
জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমেনুর রশিদ জানান, সরকারের খাদ্য বান্ধব কর্মসূচি ওএমএস-এর চাল অবৈধভাবে বিক্রি ও সরবরাহ করার সময় র্যাব সদস্যরা তাদের হাতেনাতে আটক করে এবং ওএমএস-এর সাত বস্তা চাল উদ্ধার করে।
তিনি বলেন, ওএমএস-এর চাল অবৈধভাবে বিক্রির কথা র্যাবের কাছে তাৎক্ষণিকভাবে স্বীকারও করেন তারা।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে আক্কেলপুর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান এই র্যাব কর্মকর্তা।