সংবাদ শিরোনাম :
গুইমারায় করোনা সংক্রমন প্রতিরোধে যুব রেডক্রিসেন্ট
![](https://sokalersongbad.com/wp-content/themes/newspaper-pro/assets/images/reporter.jpg)
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:৪৮:০৯ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২০ ১২৩ বার পড়া হয়েছে
![](https://sokalersongbad.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
আবুল হোসেন রিপন,খাগড়াছড়ি প্রতিনিধি ;
যুব রেডক্রিসেন্ট খাগড়াছড়ি ব্রাঞ্চ এর গুইমারা উপজেলা ইউনিট, এর উদ্যোগে করোনা ভাইরাস কোবিট- ১৯ সংক্রমন রোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে গুইমারা উপজেলার বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করা হয়। উপজেলার সদরের গুইমারা বাজার, বাজারপাড়া, মুসলিমপাড়া, হাজাপাড়া, ডাক্তাটিলা, হাফছড়ি ইউনিয়নের রামসুবাজার, জালিয়াপাড়ায় এ সচেতনতার কার্যক্রম চালায় যুব রেডক্রিসেন্ট এর আরসিওয়াই বৃন্দ।
ইউনিটের যুব প্রধান, মাইন উদ্দিন বাবলু এর সভাপতিত্বে সচেতনতা অংশগ্রহণ করেন গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তুষার আহমেদ। আরো উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট খাগড়াছড়ি ইউনিটের আজীবন সদস্যও ১নং ইউপি চেয়ারম্যান মেমং মারমা, আজীবন সদস্য ও ৩নং ইউপি চেয়ারম্যান রেদাক মারমা, আজীবন সদস্য পলাশ চৌধুরীসহ যুব সদস্য বৃন্দরা।